Advertisement
১৪ অক্টোবর ২০২৪
Mirabai Chanu

Tokyo Olympics: অলিম্পিক্সে রুপো জিতে আজীবনের পিৎজা-উপহার পেলেন ভারোত্তোলক চানু

চানুকে সারাজীবন বিনামুল্যে পিৎজা খাওয়াতে চায় তারা। টুইট করে এই কথা জানানো হয় সংস্থার তরফ থেকে।

মীরাবাই চানু

মীরাবাই চানু টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ০১:৩৭
Share: Save:

পিৎজা খেতে দারুণ ভালোবাসেন মীরাবাই চানু। কিন্তু অলিম্পিক্সে নামার আগে কড়া ডায়েট মেনে চলায় অনেকদিন পছন্দের খাবার খাওয়া হয়নি তাঁর। টোকিয়োতে ভারোত্তোলনে ভারতকে প্রথম পদক এনে দেওয়ার পর এক সর্বভারতীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে নিজের প্রিয় খাবারের কথা জানান চানু। তাঁর পিৎজা প্রেমের কথা জানতে পেরে এগিয়ে এল একটি পিৎজা প্রস্তুতকারক সংস্থা।

চানুকে সারাজীবন বিনামুল্যে পিৎজা খাওয়াতে চায় তারা। টুইট করে এই কথা জানানো হয় সংস্থার তরফ থেকে। শুধু তাই নয়, ইম্ফলে চানুর বাড়ির সকলের হাতেও পিৎজা তুলেও দিয়ে আসে তারা। সংস্থার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটমাধ্যমে।

শনিবার চানুর রূপো জেতার পর থেকেই একের পর এক অভিনন্দন বার্তা আসতে থাকে। তবে পিৎজা প্রস্তুতকারক সংস্থার এই উদ্যোগ একেবারেই অভিনব।

চানুর বাড়িতে এল পিৎজা

চানুর বাড়িতে এল পিৎজা টুইটার

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE