মীরাবাই চানু টুইটার
পিৎজা খেতে দারুণ ভালোবাসেন মীরাবাই চানু। কিন্তু অলিম্পিক্সে নামার আগে কড়া ডায়েট মেনে চলায় অনেকদিন পছন্দের খাবার খাওয়া হয়নি তাঁর। টোকিয়োতে ভারোত্তোলনে ভারতকে প্রথম পদক এনে দেওয়ার পর এক সর্বভারতীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে নিজের প্রিয় খাবারের কথা জানান চানু। তাঁর পিৎজা প্রেমের কথা জানতে পেরে এগিয়ে এল একটি পিৎজা প্রস্তুতকারক সংস্থা।
চানুকে সারাজীবন বিনামুল্যে পিৎজা খাওয়াতে চায় তারা। টুইট করে এই কথা জানানো হয় সংস্থার তরফ থেকে। শুধু তাই নয়, ইম্ফলে চানুর বাড়ির সকলের হাতেও পিৎজা তুলেও দিয়ে আসে তারা। সংস্থার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটমাধ্যমে।
শনিবার চানুর রূপো জেতার পর থেকেই একের পর এক অভিনন্দন বার্তা আসতে থাকে। তবে পিৎজা প্রস্তুতকারক সংস্থার এই উদ্যোগ একেবারেই অভিনব।
Aapne kaha, aur humne sunn liya 🙏
— dominos_india (@dominos_india) July 24, 2021
We never want @mirabai_chanu to wait to eat 🍕 again so we’re treating her to FREE Domino’s pizza for life! #PizzasForLife
Even as we prepare to give #MirabaiChanu a hero’s welcome and let her eat pizzas to her heart’s content, our Imphal team went to her house to congratulate her family with what else but Domino’s Pizza @dominos_india. Congratulations @mirabai_chanu you have done India proud! pic.twitter.com/IsGry24pFZ
— Pratik Pota (@pratikpota) July 24, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy