Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ জানুয়ারি ২০২২ ই-পেপার

Tokyo Paralympics 2020: ব্রোঞ্জ জিতলেন বিনোদ কুমার, প্যারালিম্পিক্সে তৃতীয় পদক ভারতের

ডিসকাসে এফ ৫২ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ কুমার। 

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২৯ অগস্ট ২০২১ ১৮:২৬
বিনোদ কুমার

বিনোদ কুমার
ফাইল চিত্র

নিষাদ কুমারের পর এবার বিনোদ কুমার। তৃতীয় পদক জিতে নিল ভারত। টোকিয়ো প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ডিসকাসে ব্রোঞ্জ জিতলেন বিনোদ। ১৯.৯১ মিটার ছুড়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান।

ডিসকাসে এফ ৫২ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন বিনোদ। পদক জেতার পাশাপাশি নতুন এশিয়ান রেকর্ডও গড়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান।

প্রাক্তন বিএসএফ জওয়ান বিনোদ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় এক যুগ পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। বিছানা ছেড়েই উঠতে পারতেন না তিনি। ২০১৬-র রিয়ো অলিম্পিক্সের পর ডিসকাস থ্রো শুরু করেন তিনি। আর তার পাঁচ বছর পরেই এল অলিম্পিক্স পদক।

Advertisement


২০১৬ রিয়ো প্যারালিম্পিক্সে চারটি পদক পেয়েছিল ভারত। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ। এখন রিয়োকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের প্যালিম্পিয়ানদের সামনে। জাতীয় ক্রীড়া দিবসের দিনেই তিনটি পদক এল ভারতে। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল রুপো জেতেন। এরপর নিষাদ হাইজাম্পে রুপো পান। এবার ব্রোঞ্জ জিতলেন বিনোদ।

আরও পড়ুন

Advertisement