ইংরেজদের অভব্য আচরণে লজ্জিত সেই দেশের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। লজ্জায় এতটাই মাথা কাটা যাচ্ছে তাঁর যে, ২০৩০ সালে ইংল্যান্ডে ফুটবল বিশ্বকাপ আয়োজনের কোনও যোগ্যতা নেই বলে মনে করছেন তিনি।
রবিবার ইউরো কাপের ফাইনালে ইটালির কাছে টাইব্রেকারে হারে ইংল্যান্ড। তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার মার্কাস র্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো ও সাকা টাইব্রেকারে পেনাল্টি নষ্ট করেছেন। সেই হারের জ্বালা হজম করতে না পেরে একদল সমর্থক এই তিন ফুটবলারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁদের বিরুদ্ধে নেট মাধ্যমে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে। আর সেটাই মেনে নিতে পারছেন না কেপি।