করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। এর জেরে ঘরবন্দি হয়ে আছেন ক্রীড়াজগতের সেলিব্রিটিরা। ঘরবন্দি রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও। ঘরবন্দি অবস্থায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিয়ো পোস্ট করছেন তিনি। সম্প্রতি টিকটকে নিজের মেয়ে ও স্ত্রীয়ের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ওয়ার্নার। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিয়োতে ওয়ার্নারের পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী ক্যানডিস ও সামনে তাঁদের মেয়ে ইন্ডি। সেই ভিডিয়োতে তামিল গানের সুরে নাচছেন তাঁরা। সেই ভিডিয়ো শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমরা আবার ফিরে এলাম।’’
পোস্ট করার ছ’ঘণ্টার মধ্যে সেই ভিডিয়ো দেখা হয়েছে আট লক্ষ বার। লাইক পড়েছে তিন লক্ষের কাছাকাছি। দেখুন সেই ভিডিয়ো—
We are back again!! #challenge #family #boredinthehouse #isolation @candywarner1
আরও পড়ুন: ১৬ বছর আগে ধোনির ডেবিউ ম্যাচের সেই সতীর্থরা আজ কে কোথায়
এই ভিডিয়ো দেখে ওয়ার্নারের প্রশংসায় মেতেছেন তাঁর ভারতীয় ভক্তরা। কেউ লিখেছেন, ‘‘তামিলনাড়ুর ভাইদের থেকে শুভেচ্ছা।’’ কেউ বলেছেন, ‘‘কঠিন সময়ে পরিস্থিতি সহজ করতে পারে একমাত্র ক্রিকেটাররা।’’