আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে এখন এক নম্বর ব্যাটসম্যান হলেন বিরাট কোহালি। কিন্তু তাঁর সেই আসন সুরক্ষিত দেখাচ্ছে না। কারণ, হ্যামিলটনে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২০০ রানের ইনিংসের সুবাদে কোহালির কাছাকাছি পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
টেস্ট র্যাঙ্কিংয়ে কোহালির পয়েন্ট এখন ৯২২। ডাবল সেঞ্চুরির সুবাদে উইলিয়ামসনের পয়েন্ট এখন ৯১৫। মানে, কোহালির থেকে সাত পয়েন্ট পিছনে তিনি। চলতি সিরিজে যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে আরও দুটো টেস্ট খেলবে নিউজিল্যান্ড, তাই উইলিয়ামসনের পয়েন্ট বাড়ারই কথা।
ডাবল সেঞ্চুরির ফলে ৮৯৭ পয়েন্টে থাকা কেন উইলিয়ামসন পেয়েছেন ১৮ পয়েন্ট। ফের বড় রান করলে কোহালিকে টপকে যাওয়ার কথাই তাঁর। ভারত অধিনায়কের সমস্যা হল, তিনি আপাতত কোনও টেস্ট পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর শুরু হবে আইপিএল। তারপর রয়েছে বিশ্বকাপ। ফলে পয়েন্ট বাড়িয়ে রাখার সুযোগ তাঁর নেই।