২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন। ৩২ মাস। মাঝের এই সময়ে বিশ্ব দাবার ক্রমতালিকায় প্রথম দশের বাইরে বেরিয়ে গিয়েছিলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। ২ জুন ফের প্রথম দশে ফিরলেন তিনি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভেসেলিন টোপালভকে হারিয়ে নবম স্থানে উঠে এসেছেন ভিশি।
চার দিন আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে সুপার ব্রিৎজ দাবায় হারিয়েছিলেন আনন্দ। তার পরে নামেন নরওয়ে দাবা প্রতিযোগিতায়। সেখানে টোপালভকে হারিয়ে ৪.৭ পয়েন্ট পান আনন্দ। তাঁর পয়েন্ট বেড়ে হয় ২৭৬০.৭০। ফলে ক্রমতালিকায় ছ’ধাপ উঠে নবম স্থানে চলে আসেন তিনি। দাবার ক্রমতালিকায় প্রথম ৩০ জনের মধ্যে আনন্দের বয়সই সব থেকে বেশি, ৫২ বছর। ‘বুড়ো’ বয়সেও ভেল্কি দেখাচ্ছেন তিনি।