ক্ল্যাসিকাল দাবার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বিশ্বনাথন আনন্দ। তাঁর ভয়, টেস্ট ক্রিকেটের মতো ক্ল্যাসিকাল দাবাও না ক্রমশ গুরুত্ব হারিয়ে বসে।
এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার বলেছেন, “টেস্ট ক্রিকেট কখনই আর আগের গুরুত্ব পাবে না। দাবাতেও তেমন হতে পারে। ১০ বছর পর নতুন প্রজন্ম কী চাইছে সেটাই বেশি প্রাধান্য পাবে।” তাঁর প্রশ্ন, “অফলাইনে কতগুলো প্রতিযোগিতা চালু থাকবে সেটাই আসল কথা। তবে এটাও ঠিক যে ম্যাগনাস কার্লসেন খুব একটা ভুল বলেনি। ক্ল্যাসিকাল দাবায় কিছু সমস্যা আছে তো বটেই। এটাকে আকর্ষণীয় করে তোলার রাস্তা খুঁজে বের করতে হবে। অবশ্য অনলাইন দাবারও অনেক ভাল দিক রয়েছে।”
দাবার সার্বিক জনপ্রিয়তা অবশ্য আশাবাদী করে তুলছে। আনন্দ বলেছেন, “বিভিন্ন প্রজন্মের দেখার চোখ আলাদা। তবে যতক্ষণ পর্যন্ত দাবার জনপ্রিয়তা বাড়ছে, অভিযোগের কিছু নেই।”