সিডনিতে সম্পূর্ণ নতুন ওপেনিং জুটিকে নিয়ে নামতে দেখা যেতে পারে অস্ট্রেলিয়াকে। আপাতত যা পরিস্থিতি, তাতে ডেভিড ওয়ার্নার এবং উইল পুকভস্কিই সম্ভবত ওপেন করতে চলেছেন তৃতীয় টেস্টে। সে রকম ইঙ্গিতই দিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসেছিলেন ল্যাঙ্গার। তিনি বলে যান, ‘‘আমি তো প্রথম দিন থেকেই বলেছিলাম, ওয়ার্নার ফিরে আসার জন্য কতটা মরিয়া। ও এক জন যোদ্ধা।’’ সে ক্ষেত্রে ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে কাকে দেখা যাবে? অস্ট্রেলীয় কোচ নাম করছেন তরুণ পুকভস্কির। বলে দিলেন, ‘‘পুকভস্কি সুস্থ হয়ে গিয়েছে। ওর সঙ্গে যাঁরা জড়িত আছেন, তাঁদের সবার কাছে এটা একটা বড় খবর।’’
এ দিন নেটে প্রায় এক ঘণ্টা একসঙ্গে ব্যাট করেন ওয়ার্নার এবং পুকভস্কি। যা দেখে অস্ট্রেলীয় প্রচারমাধ্যম মনে করছে, এই দু’জনকেই সিডনিতে ওপেন করতে দেখা যাবে। দু’জনেই চোটের জন্য দলের বাইরে ছিলেন। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন ওয়ার্নার। আর প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় মাথায় বল লাগে পুকভস্কির।