চেনা, বা খেলা দেখা তো দূরের কথা, কখনও নাম শোনেননি। তবু সমীর বন্দ্যোপাধ্যায় যে উইম্বলডন জুনিয়র সিঙ্গলসের ফাইনালে উঠেছেন, সেই খবর রাখেন জয়দীপ মুখোপাধ্যায়। বয়সে ৬২ বছরের ছোট এই বাঙালির সাফল্যে উচ্ছ্বসিত জয়দীপ।
আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যখন জয়দীপের সঙ্গে যোগাযোগ করা হল, তখন তিনি মহিলাদের সিঙ্গলস ফাইনালে অ্যাশলে বার্টি ও ক্যারলিনা প্লিসকোভার খেলা দেখছিলেন। নিজেই বললেন, ‘‘সমীর তো ফাইনালে।’’
বাংলার সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ জয়দীপ ১৯৬০ সালে উইম্বলডনের জুনিয়র সিঙ্গলসে সমীরের মতোই ফাইনালে উঠেছিলেন। তবে তাঁর সাফল্য সেই গণ্ডি ছাড়িয়ে সিনিয়র পর্যায়েও পৌঁছেছিল। চার বার চতুর্থ রাউন্ডে উঠেছিলেন, তিন বার সিনিয়র ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।