সেরিনা উইলিয়ামস বিদায় নেওয়ার এক দিন পরেই উইম্বলডন থেকে ছিটকে গেলেন তাঁর দিদি ভিনাস উইলিয়ামসও।
৪১ বছরের ভিনাস নিজের ৯০তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন। সেখানে টিউনিশিয়ার ওন্স জাবেউরের কাছে ৫-৭, ০-৬ গেমে হেরে যান তিনি। আর হারের পরেই বলে দিলেন, বোন সেরিনার চোট পেয়ে ছিটকে যাওয়া প্রভাব ফেলেছে তাঁর খেলায়।
এই প্রথম বার উইলিয়ামস বোনেদের কেউ উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারলেন না। শেষ বার এরকম হয়েছিল ১৯৯৮ সালে, যে বার সেরিনার গ্র্যান্ড স্ল্যামে অভিষেক হয়েছিল।