মহিলাদের দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম গেম ড্র হয়ে গেল। দিব্যা দেশমুখ এবং কনেরু হাম্পি, দুই খেলোয়াড়ই জেতার আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু পারলেন না। রবিবার দ্বিতীয় গেম হবে। তাতেও নিষ্পত্তি না হলে সোমবার টাইব্রেকার হবে।
‘কুইন্স গ্যাম্বিট’ কৌশলে খেলে শুরুতেই বাড়তি সুবিধা পেয়ে গিয়েছিলেন দিব্যা। তিনি সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। শুরুর দিকে হাম্পির কাছে পাল্টা ঘুরে দাঁড়ানোর জায়গা থাকলেও তিনি তা কাজে লাগাতে পারেননি।
এ দিন তিন ঘণ্টা ধরে দুই ভারতীয় খেলোয়াড়ের কৌশল এবং নিখুঁত চালের খেলা চলে। দিব্যার খেলার মধ্যে আগ্রাসন থাকলেও সময় ছিল কম। ২৫ চালের পর মাত্র পাঁচ মিনিট হাতে সময় ছিল তাঁর। ২৯ চালের হাম্পি ড্র করার ইঙ্গিত দেন। দিব্যা তা মেনে না নিয়ে পাল্টা ঝুঁকি নিয়ে একটি চাল খেলেন। প্রথমে মনে হয়েছিল ঠিক কাজই করেছেন। তবে হাম্পি বুদ্ধি করে একটি চাল দিয়ে নিজেকে বিপদমুক্ত করেন।
আরও পড়ুন:
ম্যাচের পর হাম্পি বলেন, “বেশ জটিল একটা ম্যাচ খেললাম। শুরুর দিকে ভুল চাল দিয়েছি। দিব্যা ভাল সুবিধা পেয়ে গিয়েছিল। তবে পরের দিকে একটা চাল দিয়ে সেই বিপদ থেকে বেরিয়ে আসি।”