Advertisement
১৮ এপ্রিল ২০২৪
বিতর্ক, আশঙ্কা, প্রার্থনায় আজ শুরু মহাযজ্ঞ

রিয়ালে কোচ হতেই ছাঁটাই স্পেনের গুরু

বিশ্বকাপ শুরুর দু’দিন আগে এই বিস্ফোরক ঘোষণায় স্তম্ভিত স্প্যানিশ ফুটবল ভক্তেরা। ফুটবল বিশ্ব জুড়েও তীব্র প্রতিক্রিয়া।

য়ুলেন লোপেতেগি

য়ুলেন লোপেতেগি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৪:৫৮
Share: Save:

রাশিয়ায় বিশ্বকাপের লড়াই শুরু হওয়ার আগেই ‘গৃহযুদ্ধ’ বেধে গেল স্পেনে। ক্লাব বনাম দেশের লড়াইয়ের জেরে বিশ্বকাপ আন্দ্রে ইনিয়েস্তাদের অভিযান শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে সরিয়ে দেওয়া হল স্পেনের কোচ য়ুলেন লোপেতেগি-কে। বিস্ফোরক এই সিদ্ধান্তে সাড়া পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে।

মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের তরফে ঘোষণা করা হয়, জ়িনেদিন জ়িদানের জায়গায় তাঁরা বেছে নিয়েছেন স্পেনের কোচ লোপেতেগিকে। বিশ্বকাপের পরেই তিনি দায়িত্ব নেবেন। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লোপেতেগিকে জাতীয় কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে ঘোষণার কিছু পরেই দেশে ফেরার বিমানে উঠিয়ে দেওয়া হয় লোপেতেগিকে। তাঁর জায়গায় স্পেনের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ফের্নান্দো ইয়েরো-কে।

বিশ্বকাপ শুরুর দু’দিন আগে এই বিস্ফোরক ঘোষণায় স্তম্ভিত স্প্যানিশ ফুটবল ভক্তেরা। ফুটবল বিশ্ব জুড়েও তীব্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, এর ফলে স্পেনের বিশ্বকাপ অভিযান বড় ধাক্কা খাবে। সব চেয়ে বেশি করে ঘুরছে একটাই প্রশ্ন— কেন এই ভাবে সরিয়ে দেওয়া হল স্প্যানিশ কোচকে? যাঁকে নিয়ে চলছিল বিশ্বজয়ের স্বপ্ন দেখা?

লোপেতেগিকে সরানোর পিছনে একটাই কারণ উঠে আসছে। ক্লাব বনাম দেশের চিরাচরিত দ্বন্দ্ব। জাতীয় দলের কোচ থাকাকালীন যে ভাবে লোপেতেগি রিয়ালের দায়িত্ব নিয়েছেন, সেটা মেনে নিতে পারেননি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ফেডারেশনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি কথা চালিয়ে গিয়েছেন রিয়ালের সঙ্গে। সরকারি ঘোষণার মাত্র পাঁচ মিনিট আগে মাদ্রিদ থেকে ফোন করে রুবিয়ালেস-কে খবরটা জানানো হয়।

স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, এই ‘অপমান’ সহ্য করতে পারেননি ফুটবল মহাকর্তা। কোচের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শোনা যাচ্ছে, এর ফলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণও লোপেতেগিকে দিতে হবে। কিন্তু তাতেও পিছু হটেননি স্প্যানিশ ফুটবল কর্তারা।

লোপেতেগির অপসারণের পরে সোশ্যাল মিডিয়ায় দু’ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে। এক দল রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে কাঠগড়ায় তুলছেন। বলা হচ্ছে, স্বেচ্ছাচারিতার সীমা অতিক্রম করে গিয়েছেন তিনি। কেন দেশের স্বার্থ মাথায় রাখেননি তিনি? আর এক দলের বক্তব্য, ফুটবল কর্তাদের ব্যক্তিত্বের সংঘাতের জেরে বলি হচ্ছে স্প্যানিশ ফুটবল। মস্কোয় ফিফা কংগ্রেস ছেড়ে সাংবাদিক বৈঠকে এসে রুবিয়ালেস বলে দেন, ‘‘আমরা বাধ্য হয়েছি লোপেতেগিকে সরিয়ে দিতে। মানছি, ও পেশাদার। কিন্তু যা হল, সেটা ঠিক হয়নি। ঘটনার গুরুত্ব বুঝে আমি মস্কো থেকে ক্রাসনোদার চলে আসি। আমাদের কিছু একটা করতেই হত।’’

বুধবার সকাল থেকেই স্প্যানিশ ফুটবল মহলে জানাজানি হয়ে যায়, লোপেতেগিকে নিয়ে বড় কিছু সিদ্ধান্ত নিতে চলেছে স্প্যানিশ ফেডারেশন। সকাল সাড়ে আটটাতেই জানিয়ে দেওয়া হয়, সাংবাদিক বৈঠক ডাকা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে যাওয়ায় উদ্বেগের মাত্রা বাড়তে থাকে সমর্থকদের মধ্যে। এমনকি রুবিয়ালেসের সাংবাদিক বৈঠক চলার সময় হঠাৎ করে সেখানে ঢুকে পড়েন স্পেনের ‘সুপারফ্যান’ মানোলো ‘এল দেল’ বম্বো। স্পেনের ফুটবল ম্যাচে যাঁকে দেখা যায় গ্যালারিতে ড্রাম বাজাতে। স্পেনের ভাগ্যে কী আছে, তা জানার জন্য আর অপেক্ষা করে থাকতে পারেননি তিনি।

উদ্বেগ নিয়ে এসেছিলেন মানোলো, গেলেন তীব্র উৎকন্ঠার সঙ্গে নিয়ে। যে উৎকন্ঠা আপাতত সঙ্গী থাকবে বিশ্ব জুড়ে স্প্যানিশ ফুটবল ভক্তদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE