Advertisement
০৫ মে ২০২৪

প্রস্তুতিতে ফুরফুরে মেজাজে রোনাল্ডো

গ্রুপের দ্বিতীয় ম্যাচে পর্তুগাল বুধবার মুখোমুখি হচ্ছে মরক্কোর। প্রথম ম্যাচে যাঁরা ইরানের কাছে ০-১ হেরে গিয়েছিল। মরক্কোকে হারালেই শেষ ষোলোর দিকে এক ধাপ এগিয়ে যাবে পর্তুগাল।

প্রস্তুতি: স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে ফের অনুশীলনে রোনাল্ডো। ছবি: এএফপি

প্রস্তুতি: স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে ফের অনুশীলনে রোনাল্ডো। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৫:০৪
Share: Save:

রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচেই দুরন্ত হ্যাটট্রিকে শক্তিশালী স্পেনের ম্যাচ জেতার স্বপ্ন শেষ করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোটা বিশ্ব তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সি আর সেভেন উচ্ছ্বাসে ভাসছেন না। বিশ্বকাপের পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন রবিবার। অবশ্য অনুশীলনে রোনাল্ডোকে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজেই।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে পর্তুগাল বুধবার মুখোমুখি হচ্ছে মরক্কোর। প্রথম ম্যাচে যাঁরা ইরানের কাছে ০-১ হেরে গিয়েছিল। মরক্কোকে হারালেই শেষ ষোলোর দিকে এক ধাপ এগিয়ে যাবে পর্তুগাল। হের্ভে রেন-র দল মরক্কোর এই ম্যাচে নামার আগে প্রথম চ্যালেঞ্জ ইরানের বিরুদ্ধে আত্মঘাতী গোলে হারের ধাক্কা কাটিয়ে ওঠা।

ঠিক উল্টো ছবি পর্তুগাল শিবিরে। প্রথম ম্যাচে না জিতলেও যে ভাবে পিছিয়ে পড়েও পর্তুগাল ঘুরে দাঁড়ায় তাতে আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে রোনাল্ডোর দলের। রবিবার সকালে ক্রাতোভোয় প্রস্তুতি শিবিরে শরীরি ভাষা দেখেই বোঝা গিয়েছে। তবে সবার নজর ছিল এক জনের দিকেই। রোনাল্ডো।

তাঁকেও ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে অনুশীলনে। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার নজির তো আগেই গড়েছিলেন রোনাল্ডো। শুক্রবার হ্যাটট্রিকের পরে তিনি ইউরোপের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হিসেবে ফেরেঙ্ক পুসকাসকে ছুঁয়ে ফেলেছেন।

অনুশীলনে রোনাল্ডোকে তাঁর বিখ্যাত ফ্রি-কিক এবং মাধ্যাকর্ষণকে হার মানানো লাফে হেড দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। বেশ খোশমেজাজে ছিলেন তিনি। হাসি-ঠাট্টাতেও মাতেন সতীর্থ ব্রুনো আলভেস এবং পেপের সঙ্গে। তার পরেই দেখা যায় কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গে হাত মেলাচ্ছেন রোনাল্ডো। স্পেন ম্যাচের পরে স্যান্টোস প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন তাঁর দলের এক নম্বর তারকাকে। তিনি রোনাল্ডোর শারীরিক শক্তির পাশাপাশি মানসিক জোরেরও প্রশংসা করেছিলেন।

চতুর্থ ফুটবলার হিসেবে চারটে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখানোর পরে রোনাল্ডো বলেছিলেন, ‘‘দারুণ লাগছে খেলোয়াড় জীবনে আরও একটা রেকর্ড গড়তে পেরে।’’ শুক্রবারের ম্যাচের আগেই স্পেনে কর ফাঁকি কাণ্ডে জরিমানা হয়েছে সি আর সেভেনের। কিন্তু তাতে মনযোগ হারাচ্ছেন না পর্তুগিজ মহাতারকা। তাঁর ফোকাস এখন শুধু বিশ্বকাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE