Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Wrestling Trial

কুস্তি কর্তা ব্রিজভূষণ নেই, চাপমুক্ত হয়ে ট্রায়ালে ভারতীয় কুস্তিগিরেরা

হরিয়ানার সোনপতে এশিয়ান কুস্তি প্রতিযোগিতার ট্রায়াল চলছে। সেখানে অংশ নেওয়া কুস্তিগিরেরা জানিয়েছেন, ব্রিজভূষণ না থাকায় অনেক খোলা মনে লড়ছেন তাঁরা।

Wrestling trial

চলছে কুস্তির ট্রায়াল। ছবি: টুইটার

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৮:৫১
Share: Save:

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ না থাকায় নাকি চাপমুক্ত হয়ে ট্রায়ালে অংশ নিতে পেরেছেন ভারতীয় কুস্তিগিরেরা। হরিয়ানার সোনপতে সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের এশিয়ান কুস্তি প্রতিযোগিতার ট্রায়াল চলছে। সেখানে অংশ নেওয়া কুস্তিগিরেরা জানিয়েছেন, ব্রিজভূষণ না থাকায় অনেক খোলা মনে লড়ছেন তাঁরা।

ব্রিজভূষণ ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ার পর থেকে যখনই কোনও ট্রায়াল হত তখনই সেখানে দেখা যেত তাঁকে। সোফায় বসে মাইক্রোফোন হাতে সবটা পরিচালনা করতেন তিনি। এমনকি, রেফারিদেরও নির্দেশ দিতে দেখা যেত ব্রিজভূষণকে। এ বার সেই ছবি নেই। ফলে অনেক শান্তিতে রয়েছেন কুস্তিগিরেরা। ট্রায়ালে অংশ নেওয়া এক কুস্তিগির বলেছেন, ‘‘আমরা কোনও চাপ ছাড়াই ট্রায়ালে অংশ নিয়েছি। অনেক খোলা মনে খেলতে পারছি। আগে সভাপতি মাইক্রোফোনে বার বার নির্দেশ দিতেন। তাতে আমাদের ছন্দ নষ্ট হত। এখন সেই সমস্যা হচ্ছে না।’’

ব্রিজভূষণের বিরুদ্ধে কয়েক জন মহিলা কুস্তিগিরকে নিগ্রহের অভিযোগ উঠেছে। কুস্তি কর্তার গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের মতো কুস্তিগিরেরা। এর মধ্যে বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে তাঁর বাড়িতে বৈঠক করেছেন বজরংরা। সেখানে পাঁচটি দাবি করেছেন তাঁরা।

কুস্তিগিরেরা যে পাঁচ দফা দাবি জানিয়েছেন তা হল:

১) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে।

২) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে।

৩) ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন।

৪) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে।

৫) ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে।

বৈঠকের পরে অনুরাগ আশ্বাস দিয়েছেন, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত ১৫ জুনের মধ্যে শেষ হবে। এই আশ্বাস পাওয়ার পরে বজরংরা জানিয়েছেন, ১৫ জুন পর্যন্ত তাঁদের আন্দোলন স্থগিত থাকবে। তার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE