Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আফগান টেস্ট নিয়ে আশায় নেই ঋদ্ধিও

বৃহস্পতিবার কালীঘাটের পি সেন মেমোরিয়াল কোচিং সেন্টারে এসে ঋদ্ধি বলেন, ‘‘চোট সারিয়ে উঠতে বেশ কয়েক দিন সময় লাগবে।

হতাশ: এখনও সুস্থ হতে পারেননি ঋদ্ধিমান। নিজস্ব চিত্র

হতাশ: এখনও সুস্থ হতে পারেননি ঋদ্ধিমান। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০৪:০৭
Share: Save:

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আগেই। কারণ চোট। ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা নিজেও বুঝতে পারছেন না সপ্তাহ দু’য়েক পরে শুরু হতে চলা এই টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না। তবে ঋদ্ধি নিজে বলতে না চাইলেও মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে আফগান টেস্টে তিনি নেই। তাঁর পরিবর্তে দলে জায়গা হতে পারে দীনেশ কার্তিক বা পার্থিব পটেলের।

বৃহস্পতিবার কালীঘাটের পি সেন মেমোরিয়াল কোচিং সেন্টারে এসে ঋদ্ধি বলেন, ‘‘চোট সারিয়ে উঠতে বেশ কয়েক দিন সময় লাগবে। মনে হয় না আফগানিস্তান টেস্ট শুরু হওয়ার আগে সুস্থ হয়ে উঠতে পারব। কিন্তু এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে পারছি না।’’

কালীঘাটের পি সেন মেমোরিয়াল কোচিং সেন্টারে বৃহস্পতিবারই মেন্টর হিসেবে নিয়োগ করা হল ঋদ্ধিকে। সপ্তাহে দু’দিন অনুশীলন করাবেন তিনি। ক্লাবের সচিব বাবলু কোলে জানিয়েছেন, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। ঋদ্ধির পাশাপাশি এই কোচিং ক্যাম্পের দায়িত্বে থাকছেন প্রাক্তন রঞ্জি ট্রফি ক্রিকেটার কামাল হাসান মণ্ডল এবং সৌরভ সরকারও।

কোচিং জীবন শুরু করার উৎসাহ হয়তো কিছুটা ঢাকা পড়েছে তাঁর চোটের কারণে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান ঋদ্ধি। আপাতত সেই আঙুলে স্ট্র্যাপ লাগানো। চোট সারাতে অস্ত্রোপচার করাবেন কি না সে ব্যাপারেও নিশ্চিত নন তিনি। ঋদ্ধি বলেন, ‘‘বোর্ডের ডাক্তার আমার এক্স-রে রিপোর্ট দেখে এ ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেবেন।’’ যোগ করেন, ‘‘ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা নিয়মিত আমার চোটের ব্যাপারে খবর রাখছেন। এই টেস্টে নামতে পারব কি না সেটা কত দ্রুত সুস্থ হতে পারছি তার উপরেই নির্ভর করবে।’’

বেঙ্গালুরুতে ১৪ জুন থেকে শুরু রশিদ খানদের বিরুদ্ধে টেস্ট। আইপিএলে আফগান লেগস্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হয়েছেন একাধিক ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে টেস্টেও তিনি ভয়ঙ্কর হয়ে উঠবেন? ঋদ্ধি বলেন, ‘‘টি-টোয়েন্টিতে ঝুঁকি নিয়ে খেলি। তাই রশিদের কাজ সহজ হয়ে গিয়েছিল। এটা টেস্ট। খেলাটাও একেবারেই আলাদা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE