Advertisement
০৪ মে ২০২৪
Cricket

বুমরার পর এ বার অশ্বিনের রেকর্ড ভাঙার দোরগোড়ায় চহাল

হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে শিমরন হেটমায়ার ও ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ডের উইকেট তুলে নিয়ে পঞ্চাশ উইকেটের মাইলস্টোন পেরিয়ে গিয়েছিলেন চহাল।

নতুন নজির গড়তে চলেছেন চহাল।

নতুন নজির গড়তে চলেছেন চহাল।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩২
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই যশপ্রীত বুমরাকে টপকে গিয়েছিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল। তিরুঅনন্তপুরমের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে নতুন নজিরের মালিক হতে পারেন তিনি।

অশ্বিন ও চহাল এখন ৫২টি টি টোয়েন্টি উইকেটের মালিক। ভারতের অফ স্পিনার ৪৬টি ম্যাচ থেকে ৫২টি উইকেট নেন। চহাল অবশ্য ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেটের মালিক। ৩৪টি ম্যাচ থেকে ভারতের লেগ স্পিনারের সংগ্রহ ৫২টি উইকেট। শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস অবশ্য ২৬টি ম্যাচ থেকে ৫০ উইকেট সংগ্রহ করেন। টি টোয়েন্টিতে দ্রুততম পঞ্চাশ উইকেট নেন দ্বীপরাষ্ট্রের ‘মিস্ট্রি স্পিনার’।

হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে শিমরন হেটমায়ার ও ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ডের উইকেট তুলে নিয়ে পঞ্চাশ উইকেটের মাইলস্টোন পেরিয়ে গিয়েছিলেন চহাল। তিরুঅনন্তপুরমের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তাঁর ভেলকি দেখতে চাইবেন বিরাট কোহালিও।

আরও পড়ুন: ফর্মে ফিরেই সঞ্জয় মঞ্জরেকরকে খোঁচা লোকেশ রাহুলের

প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় বোলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পাহাড়প্রমাণ রানের বোঝা চাপিয়েছিল ভারতের উপরে। রান তাড়া করতে নেমে বিরাট কোহালির দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ভারত ম্যাচ জিতে নেয়। ব্যাটসম্যানদের পাশাপাশি আজ বোলারদের দিকেও তাকিয়ে থাকবেন ক্রিকেটভক্তরা।

আরও পড়ুন: হতশ্রী বোলিংয়ের উন্নতিতে দলে এক বদল? দেখে নিন আজ ভারতের সম্ভাব্য একাদশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin Yuzvendra Chahal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE