Advertisement
E-Paper

ওয়াংখেড়েতে স্বমেজাজে মুম্বই

ঘরের মাঠে মুম্বই-ম্যাজিক ফের চালু। গত বার আইপিএলে ওয়াংখেড়েতে একটা সময় টানা ছ’টা ম্যাচ জিতেছিল চ্যাম্পিয়নরা। এ বার আপাতত দুইয়ে দুই। আমিরশাহিতে অস্ত যাওয়ার পর আরব সাগরের তিরে ফের উজ্জ্বল উদয় এমআই-এর। গরম মেজাজের ম্যাচে ১৮৭-৫ তুলে হেভিওয়েট প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুকে হারাল ১৯ রানে। রোহিত শর্মা (৩৫ বলে ৫৯ নঃআ) আর কায়রন পোলার্ডের (৩১ বলে ৪৩) ঝোড়ো পার্টনারশিপ মুম্বইয়ের বড় ইনিংস গড়ার কারিগর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৪ ০২:৫১

ঘরের মাঠে মুম্বই-ম্যাজিক ফের চালু। গত বার আইপিএলে ওয়াংখেড়েতে একটা সময় টানা ছ’টা ম্যাচ জিতেছিল চ্যাম্পিয়নরা। এ বার আপাতত দুইয়ে দুই। আমিরশাহিতে অস্ত যাওয়ার পর আরব সাগরের তিরে ফের উজ্জ্বল উদয় এমআই-এর। গরম মেজাজের ম্যাচে ১৮৭-৫ তুলে হেভিওয়েট প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুকে হারাল ১৯ রানে। রোহিত শর্মা (৩৫ বলে ৫৯ নঃআ) আর কায়রন পোলার্ডের (৩১ বলে ৪৩) ঝোড়ো পার্টনারশিপ মুম্বইয়ের বড় ইনিংস গড়ার কারিগর।

তারই মাঝে ১৭তম ওভারে, মিচেল স্টার্ক বল ছাড়ার সময় উইকেট ছেড়ে সরে যান ব্যাটসম্যান পোলার্ড। স্টার্ক পরক্ষণেই পোলার্ডের প্রায় শরীর তাক করে বলটা করেন। তার পরেই দু’জনের মধ্যে একপ্রস্থ গরমাগরম বাক্যবিনিময় এবং পোলার্ড ব্যাট উঁচিয়ে স্টার্ককে মারার ভঙ্গি করলে হাত থেকে ব্যাট হঠাৎই উড়ে গিয়ে সৌভ্যগ্যক্রমে খুব কাছেই পড়ে। কাকতালীয়, কিন্তু মাথা গরমের জন্য ‘কুখ্যাত’ বিরাট কোহলি এগিয়ে এসে পরিস্থিতি সামলান! বেঙ্গালুরু যেন সেই গরম মেজাজের আঁচেই তাড়া শুরু করেছিল। ১১তম ওভারে মাত্র এক উইকেট খুইয়ে একশো পেরিয়ে গেলেও মুম্বইয়ের দুই অনামী পেসারের কাছে হেরে যায় তারা। ডেভিলিয়ার্সকে (৯) ফেরান বুমরাহ। পরের ওভারেই আইপিএল থেকে ছিটকে যাওয়া জাহির খানের পরিবর্ত দিল্লির পবন সুয়ালের শিকার জমে ওঠা কোহলি (৩৫)। আরসিবি আর ফিরতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর
মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৮৭-৫।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে ১৬৮-৮।

ipltag mi rcb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy