Advertisement
০৬ মে ২০২৪
শিবরাত্রির দিনই ডার্বি

টুটু-সৃঞ্জয়রা এখনও ক্লাবের কোম্পানিতে

আই লিগের ভেস্তে যাওয়া কলকাতা ডার্বি শিবরাত্রির দিনই হচ্ছে। এ দিন দিল্লির ফুটবল হাউসে ক্লাবগুলির আলোচনার পর ১৭ ফেব্রুয়ারির ইস্ট-মোহন ম্যাচ-সহ লিগের সূচি চূড়ান্ত হল। বাগান প্রতিনিধি করে পাঠিয়েছিল স্পনসরের এক কর্তা সুমন ঘোষকে। তিনি সব শুনে নাকি বলেন, “দুঃখ পেলেও খেলতে বাধ্য হচ্ছি।”

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৪
Share: Save:

আই লিগের ভেস্তে যাওয়া কলকাতা ডার্বি শিবরাত্রির দিনই হচ্ছে। এ দিন দিল্লির ফুটবল হাউসে ক্লাবগুলির আলোচনার পর ১৭ ফেব্রুয়ারির ইস্ট-মোহন ম্যাচ-সহ লিগের সূচি চূড়ান্ত হল। বাগান প্রতিনিধি করে পাঠিয়েছিল স্পনসরের এক কর্তা সুমন ঘোষকে। তিনি সব শুনে নাকি বলেন, “দুঃখ পেলেও খেলতে বাধ্য হচ্ছি।”

উপনির্বাচনের জন্য যে ভাবে ১১ ফেব্রুয়ারির ডার্বি ভেস্তে গেল সে রকম পরিস্থিতি তৈরি হলে কি তিন পয়েন্ট-তিন গোলের নিয়মই থাকবে? এই প্রশ্নে ক্লাবগুলি সিদ্ধান্ত নিয়েছে, সেটা হবে না। আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “ক্লাবগুলোর মাঠ নেই। নিজস্ব পুলিশ নেই। অভূতপূর্ব পরিস্থিতিতে ম্যাচের নতুন দিন খুঁজতে হবে। তবে খেলার অবস্থাতেও কোনও ক্লাব সংগঠক হিসাবে না খেললে তিন গোল-তিন পয়েন্টের নিয়ম থাকবে।”

মুম্বই এফসি ছাড়া আই লিগের দশ ক্লাবের প্রতিনিধি ছিলেন সভায়। সেখানে ঠিক হয় এড়ানো সম্ভব নয়, এই পরিস্থিতিতে তিনটি পথ থাকবে।

এক) নতুন তারিখ খোঁজার চেষ্টা হবে।

দুই) দু’দলের মাঠ নয় এ রকম মাঠে খেলা হবে।

তিন) সংগঠক ক্লাবকে বিপক্ষের মাঠে খেলতে হবে।

এর কোনওটাই না হলে ম্যাচ জুনে হবে, আর ক্লাবগুলি মিলে সিদ্ধান্ত নেবে। এতেই তাঁর দাবির জয় দেখছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। ডার্বি-সিদ্ধান্ত শুনে তিনি বলেন, “আই লিগ চেয়ারম্যান আমাকে বলেছেন, অভূতপূর্ব পরিস্থিতিতে ম্যাচ বাতিল হলে অন্য দিন খেলা হবে। প্রথম থেকেই বলছি নিয়ম সবার জন্য এক হোক।”

ডার্বির প্রস্তুতি শুরু দুই প্রধানেই। অনুশীলন শেষে বাগান তারকা সনি নর্ডি বলেন, “আমার গোল করা নয়, আসল টিমের জয়। ডার্বির আবেগের কথা জানি। কলকাতায় আমার প্রথম ডার্বিটা জিততে চাই।” ডার্বির আগে বাগানের কোনও ম্যাচ নেই। বোয়া এ দিন চোট সারিয়ে অনুশীলন করেন। কোচ সঞ্জয় সেন চান, পুরো টিমকে চোটমুক্ত অবস্থায় মাঠে নামাতে।

ইস্টবেঙ্গলকে আবার ডার্বির ২৪ ঘণ্টা আগে ম্যাচ খেলতে হবে, রহিম নবির ভারত এফসি-র বিরুদ্ধে। যা সমস্যায় ফেলবে ডুডুদের। লিও বার্তোস অনুশীলন করেননি। ডুডুর জ্বর। ডার্বির এক দিন আগে ম্যাচ খেলে টিম ক্লান্ত হয়ে পড়বে কি না তা নিয়ে ‘অসুস্থ’ আর্মান্দো কোলাসো মন্তব্য করেননি। গোয়ায় তিন গোল খাওয়ার পর তাঁর মুখে কুলুপ। মিডিয়া দেখলেই গাড়ির কাচ নামিয়ে দিচ্ছেন। ক্লাব কর্তারা ডার্বি নিয়ে পুলিশের মনোভাবে হতাশ এবং বিরক্ত। বড় ম্যাচ থেকে যে টাকা আসে, পঞ্চাশ হাজার টিকিট ছাপলে তার কিছুই আসবে না। এর একটা বড় অংশই দু’দলের সদস্যদের দিতে হবে।

বাগান কর্তাদের অন্দরে ঝামেলা অব্যাহত। পদত্যাগী কর্তাদের জায়গায় কে বার্ষিক সাধারণ সভায় হিসাব দেবে তা নিয়ে কর্মসমিতির বৈঠক ডাকার দাবি জানিয়েছেন কর্মসমিতির একাধিক সদস্য। সেটা কবে হবে কেউ জানে না। স্পনসরদের টাকা পাওয়া যাবে কি না তা নিয়েও ধোঁয়াশা। সচিব অঞ্জন বললেন, “দেখি কী করা যায়। কিছু লোক টাকা দেবে বলছে। প্লেয়ারদের পেমেন্ট বকেয়া রয়েছে।” তবে তিনি জানান, ক্লাবের পদ থেকে সরে গেলেও প্রেসিডেন্ট টুটু বসু, সহ সচিব সৃঞ্জয় বসু বা অর্থসচিব দেবাশিস দত্ত কেউই ম্যাকডাওয়েল মোহনবাগান কোম্পানি থেকে পদত্যাগ করেননি। “বোর্ড থেকে ওরা পদত্যাগ করলে তো সব বন্ধ হয়ে যাবে,” বলে দিয়েছেন অঞ্জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE