Advertisement
E-Paper

সিমিওনের ক্যাম্পে কিন্তু জিদান নেই

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই লিসবনের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ‘অল মাদ্রিদ ফাইনাল’। ‘এল ডার্বি মাদ্রিলেনো’। প্রতিবেদনে স্প্যানিশ শব্দটার ব্যবহারে অনেকের কপাল কুঁচকে যেতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই প্রতিপক্ষ ঠিক হয়ে যাওয়ার পরে বাঙালি ফুটবলপ্রেমী শব্দটা ঠিক মগজস্থ করে নিয়েছে। আমিও জেনে ফেলেছি, এল ডার্বি মাদ্রিলেনো বা মাদ্রিদের ডার্বির ব্যাপারটা।

সুব্রত ভট্টাচার্য

শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০৩:১০
‘বাড়ি’র পথে রোনাল্ডো।

‘বাড়ি’র পথে রোনাল্ডো।

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই লিসবনের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ‘অল মাদ্রিদ ফাইনাল’। ‘এল ডার্বি মাদ্রিলেনো’।

প্রতিবেদনে স্প্যানিশ শব্দটার ব্যবহারে অনেকের কপাল কুঁচকে যেতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই প্রতিপক্ষ ঠিক হয়ে যাওয়ার পরে বাঙালি ফুটবলপ্রেমী শব্দটা ঠিক মগজস্থ করে নিয়েছে। আমিও জেনে ফেলেছি, এল ডার্বি মাদ্রিলেনো বা মাদ্রিদের ডার্বির ব্যাপারটা।

দিয়েগো কোস্তা বনাম পেপে (দু’জনেই চোট সারিয়ে খেলবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে), মিরান্দা-ফেলিপে লুইস বনাম রোনাল্ডো-বেল— জিভে জল আনা সব যুদ্ধ। কিন্তু তার চেয়েও বড় প্রেক্ষাপট হল, এর পরেই বিশ্বকাপ। বড় মঞ্চে সিআর সেভেন কেমন পারফর্ম করবে, এই ফাইনাল থেকে একটা আঁচ পাওয়া যাবে। ঠিক তেমনই দেল বস্কির স্পেনের থেকে কী ধরনের ফুটবল পাব, বোঝা যাবে। স্পেনের সের্জিও র্যামোস, দাভিদ ভিয়ারা তো নামবে ম্যাচে। হয়তো বা দিয়েগো কোস্তাও।

মাদ্রিদ ডার্বি। সবিস্তার দেখতে ক্লিক করুন।

ম্যাচে কী হবে? হৃদয় বলছে, আজ রাতে আটলেটিকোর। কিন্তু ফুটবল-মস্তিষ্ক বলছে, রোনাল্ডো-দি-মারিয়ার। কেন? প্রথমেই আসব দুই কোচের কথায়। কার্লো আন্সেলোত্তি বনাম দিয়েগো সিমিওনে। প্রথম জন কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন দু’বার। আর ফুটবলার হিসেবে ফাইনাল খেলেছেন চার বার। এই ফাইনালের উত্তাপ-ওজন জানেন, বোঝেন। দ্বিতীয় জন আটলেটিকোকে ইউরোপে ফুটবল-কুলীনদের বৃত্তে পরিধি থেকে কেন্দ্রে নিয়ে আসার পথে শেষ তিন বছরে ইউরোপা কাপ থেকে সুপার কাপ, কোপা দেল রে, লা লিগা দিয়েছেন। এ বার তাঁর কাছে চ্যাম্পিয়ন্স লিগের কঠিন প্রশ্নপত্র। চলতি মরসুমের পারফরম্যান্সে আন্সেলোত্তি বনাম সিমিওনে ১-১। তিন বার মুখোমুখি হয়ে দু’জনেই জিতেছেন একবার করে।

লিসবন পৌঁছে সিমিওনে।

আন্সেলোত্তির দলকে এগিয়ে রাখার কারণ ওর দলে রয়েছে এ বারের চ্যাম্পিয়ন্স লিগে ১৬ গোল করা রোনাল্ডো। যে খেলা মানেই তার দল শুরুতেই এগিয়ে দৌড় শুরু করে। আর রোনাল্ডোরা কখনও ওই খেলা শ্লথ করা ‘তিকিতাকা’-র পথে হাঁটে না। কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে দি’মারিয়া যে বলগুলো বাড়ায় সেগুলো ধরে বেল, বেঞ্জিমা, রোনাল্ডোরা দু’তিন টাচে গোলের মুখ খুলে ফেলে চকিতেই। সেমিফাইনালে এটাই সামলাতে পারেনি বায়ার্ন। মনে রাখতে হবে, বড় প্লেয়াররা বড় মঞ্চেই জ্বলে ওঠে। আর বেলের দেশ বিশ্বকাপে খেলছে না। সুতরাং এই ম্যাচে ও নিজেকে নিংড়ে দেবেই। রোনাল্ডোও চাইবে ফাইনালে দুর্দান্ত খেলে বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে ১-০ করে ফেলার।

নিজে একটু-আধটু যা খেলেছি তার ভিত্তিতে বলতে পারি, রিয়ালকে কিন্তু কাউন্টার অ্যাটাকে ফাঁকা জায়গা দেবে না সিমিওনে। আটলেটিকো রক্ষণের গডিন, মিরান্দা, হুয়ানফ্রানরা কড়া নজরে রাখবে রোনাল্ডো, দি’মারিয়াদের। লড়াইটা তাই রিয়ালের আক্রমণের সঙ্গে আটলেটিকোর ডিফেন্সের। রিয়াল যদি চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ গোল করে থাকে, তা হলে আটলেটিকোও কিন্তু সবচেয়ে কম গোল (মাত্র ৬) হজম করেছে। ওরা জানে, একটা ভুল মানেই দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের দিকে রিয়ালকে এগিয়ে দেওয়া। তাই ৪-১-৪-১ ছকে দল নামিয়ে সিমিওনে মাঝমাঠে কোকে, তিয়াগো, তুরান, গাবিদের পিছনে মারিও সুয়ারেজকে রাখলেও রাখতে পারে। এতে ধাক্কাধাক্কির ফুটবলে মিডল করিডরটা ব্লক হয়ে যাবে। শনিবার কার্ড সমস্যায় কার্লোর দলে নেই জাবি আলোন্সো। তার মানে, মিডফিল্ডে ওর জায়গায় হয় ইয়ারামেন্দি নয়তো খেদিরা খেলবে। হয়তো প্রথম জনেরই সম্ভাবনা বেশি। তেমনই আটলোটিকোর আট গোল করা দিয়েগো কোস্তা যদি খেলে তা হলে আটলেটিকো কিছুটা অক্সিজেন পাবে। কারণ কাউন্টার অ্যাটাকে র্যামোসদের চাপে ফেলতে ব্রাজিলজাত স্পেনের এই ফুটবলারটি একাই একশো। তা সত্ত্বেও বলব, আক্রমণের বৈচিত্র, ভারসাম্যের জন্য রিয়ালই এগিয়ে থাকবে।

সব শেষে এক জনের কথা বলতে হবে। তিনি জিনেদিন জিদান। এক যুগ আগে বের্নাবাওতে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগ ঢুকেছিল ওর গোলেই। কালোর্র সহকারী এই ফরাসি কিংবদন্তিও কিন্তু শনিবার রোনাল্ডোদের গোপন তাস। যুদ্ধং দেহি ম্যাচে এ রকম কিংবদন্তি এক প্রাক্তন রিজার্ভ বেঞ্চে থাকলে রোনাল্ডোদের বাড়তি অ্যাড্রিনালিন ঝরাবেই। সিমিওনের বেঞ্চে কিন্তু এ রকম কোনও ‘জিদান ফ্যাক্টর’ নেই।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
রিয়াল মাদ্রিদ-আটলেটিকো মাদ্রিদ (টেন অ্যাকশন, রাত ১২-১৫)

subrata bhattacharya champions league final real madrid atletico madrid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy