Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Nirendranath Chakraborty

এক এক করে সিনিয়ররা চলে যাচ্ছেন…

কলেজ জীবন থেকেই ওঁর লেখা ভাল লাগত। বহু কবিতা পড়েছি।

সৌমিত্র চট্টোপাধ্যায়। ইনসেটে কবি।

সৌমিত্র চট্টোপাধ্যায়। ইনসেটে কবি।

সৌমিত্র চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৪:২০
Share: Save:

নীরেনদাও চলে গেলেন। এক এক করে সিনিয়ররা চলে যাচ্ছেন। অনেকদিন ধরেই শুনেছি অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল অনেকটাই।

নীরেনদার সঙ্গে খুব যে ঘনিষ্ঠতা, বন্ধুত্বের সম্পর্ক ছিল এমন নয়। তবে কলেজ জীবন থেকেই ওঁর লেখা ভাল লাগত। বহু কবিতা পড়েছি। যেখানে যেখানে আধুনিক কবিতা পড়ার সুযোগ থাকত সেখানে পড়তাম। প্রথম দিককার একটা লেখা খুব ভাল লাগত। এখন ঠিক মনে পড়ছে না…।

আমার ছোটমাসি মানে সুচিত্রা মিত্রর খুব বন্ধু ছিলেন নীরেনদা। ওঁরা সমসাময়িক। একবার মাসিরই জন্মদিনের কোনও একটা অনুষ্ঠানে বোধহয় সে বার আশি বছর… মৃণালদা ছিলেন, নীরেনদা ছিলেন। আমিও গিয়েছিলাম।

আরও পড়ুন, রোদ্দুর হয়ে গেলেন অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ

সাধারণত কবি সম্মেলনে গেলে নীরেনদার সঙ্গে দেখা হত আমার। তা ছাড়া খুব একটা দেখা সাক্ষাতের সুযোগ ছিল না। খুবই অমায়িক মানুষ ছিলেন। খুবই ভাল ব্যবহার…। এটুকু বলতে পারি।

আরও পড়ুন, কাঁধে হাত রেখে ওই নিরুচ্চার হাসির দাম মেটাতে পারবে না কবিতাও

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE