Advertisement
২৪ এপ্রিল ২০২৪
West Bengal News

রাজীব কুমারের ভূয়সী প্রশংসা করে মমতার টুইট: ‘প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি’

মুখ্যমন্ত্রীর পরের টুইটে উঠে এসেছে কমিশনার রাজীব কুমারের ‘প্রশস্তি’ও। তিনি লিখেছেন, ‘বিশ্বের সেরা কমিশনারদের মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার। তাঁর নৈতিকতা, সাহসিকতা এবং সততা প্রশ্নাতীত। তিনি ২৪ ঘণ্টা কাজ করছেন। সম্প্রতি মাত্র এক দিনের জন্য ছুটিতে ছিলেন তিনি। আপনারা এই মিথ্যে ছড়াচ্ছেন। কিন্তু মিথ্যা মিথ্যাই থেকে যাবে।’

রাজীব কুমারের প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

রাজীব কুমারের প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৪
Share: Save:

সিবিআই তাঁকে ‘খুঁজছে’। সারদা ও রোজভ্যালি কাণ্ডে কিছু ‘হারানো নথি’র বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে ‘জিজ্ঞাসাবাদ’ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি সংবাদ সংস্থার এই খবরের ভিত্তিতে এবার কলকাতার পুলিশ কমিশনারের হয়ে ব্যাট ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুলে রাজীব কুমারকে ‘বিশ্বের অন্যতম সেরা পুলিশ কমিশনার’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি এই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। সম্মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ।

সারদা ও রোজভ্যালি কাণ্ডে বেশ কিছু নথি হারিয়ে যাওয়া নিয়ে কলকাতার নগরপাল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। শনিবার একটি খবরে এই দাবি করে সংবাদ সংস্থা পিটিআই। পিটিআই-এর দাবি, রাজীব কুমার অফিসেও আসছেন না। এই খবর নিয়েই নানা মহলে শুরু হয় তীব্র বিতর্ক। পিটিআইকে উদ্ধৃত করে প্রায় সব সংবাদ মাধ্যম সেই খবর প্রকাশ করে।

কিন্তু রবিবার সকালেই রাজীব কুমারের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর দু’টি টুইট করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বিজেপির সর্বোচ্চ পর্যায়ের নেতারা সবচেয়ে খারাপ প্রতিহিংসার রাজনীতি করছেন। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, ক্ষমতার অপব্যবহার করে পুলিশের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা করি।’

আরও পড়ুন: লাইভ: সস্ত্রীক ব্রিগেডে পৌঁছলেন বুদ্ধ, সভা শুরু কিছু ক্ষণের মধ্যেই

মুখ্যমন্ত্রীর পরের টুইটে উঠে এসেছে কমিশনার রাজীব কুমারের ‘প্রশস্তি’ও। তিনি লিখেছেন, ‘বিশ্বের সেরা কমিশনারদের মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার। তাঁর নৈতিকতা, সাহসিকতা এবং সততা প্রশ্নাতীত। তিনি ২৪ ঘণ্টা কাজ করছেন। সম্প্রতি মাত্র এক দিনের জন্য ছুটিতে ছিলেন তিনি। আপনারা এই মিথ্যে ছড়াচ্ছেন। কিন্তু মিথ্যা মিথ্যাই থেকে যাবে।’ এক্ষেত্রেও মমতার নিশানায় বিজেপি নেতা-নেত্রীরাই।

আবার কলকাতা পুলিশের তরফেও স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই। পুলিশের সেই বিবৃতির মূল কথা, শনিবার থেকে টিভি, খবরের কাগজ এবং ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে, সারদা কাণ্ডে পুলিশ কমিশনার রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। ওই খবরে নগরপাল তিন দিন আফিসে আসেননি বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলায় পরিবর্তন নিশ্চিত, সভা থেকেই বড় চ্যালেঞ্জ মোদীর, নস্যাৎ মমতার

পুলিশের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ‘এই ধরনের ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা করছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার কলকাতাতে আছেন। শুধু তাই নয়, প্রতিদিন অফিসে এসে স্বাভাবিক কাজকর্ম করছেন। শুধুমাত্র ৩১ জানুয়ারি এক দিনের জন্য তিনি ছুটি নিয়েছিলেন।’

বিবৃতির শেষে হুঁশিয়ারি, ‘সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো যাচ্ছে, সঠিক তথ্য যাচাই না করে এই ধরনের খবর প্রকাশ করলে কলকাতা পুলিশ এবং কমিশনারের সম্মানহানির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Rajeev Kumar CBI Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE