Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

পর্যবেক্ষণে প্রশিক্ষণ গ্রামীণ ডাক্তারদের

জেলা প্রশাসন সূত্রের খবর, তেমন যোগাযোগ ব্যবস্থা না-থাকায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবা ও নজরদারি নাগালের বাইরে থেকে যান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শুভাশিস ঘটক
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৫:১৪
Share: Save:

করোনা সঙ্কটে সচেতনতা বৃদ্ধি এবং কোয়রান্টিন পর্যবেক্ষণে প্রত্যন্ত সুন্দরবনে এ বার পল্লি-চিকিৎসকদের শামিল করতে চাইছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার ২৯টি ব্লকের পল্লি-চিকিৎসকদের তালিকা তৈরি করে এই প্রাণঘাতী রোগ সম্পর্কে কী ভাবে সাবধানতা অবলম্বন ও পর্যবেক্ষণ করতে হবে, জেলা স্বাস্থ্য ও ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে সেই বিষয়ে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের এই প্রশিক্ষণ নিয়ে জরুরি নির্দেশ দেন জেলাশাসক।

জেলা প্রশাসন সূত্রের খবর, তেমন যোগাযোগ ব্যবস্থা না-থাকায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবা ও নজরদারি নাগালের বাইরে থেকে যান। বেশ কিছু বিচ্ছিন্ন দ্বীপও রয়েছে। করোনা-আতঙ্কের পরিস্থিতিতে ওই সব দ্বীপে সরকারি-বেসরকারি নানা পরিষেবা কার্যত অমিল হয়ে পড়েছে। করোনা-নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে করোনা নিয়ে যথাযথ ভাবে সচেতনতার প্রচার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সেই জন্যই এই কাজে শামিল করা হচ্ছে পল্লি-চিকিৎসকদের।’’ তবে পল্লি চিকিৎসকদের কাজকর্ম নিয়ে এমনিতেই যেখানে নানা অভিযোগ ওঠে, সেখানে করোনা-পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁদের দেওয়া হচ্ছে কী ভাবে, সেই প্রশ্নও উঠছে।

জেলা প্রশাসনের কর্তারা জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে বহু শ্রমিক ভিন্‌ রাজ্য, এমনকি বিদেশেও কাজ করতে যান। করোনা-ত্রাসে তাঁরা গ্রামে ফিরতে শুরু করেছেন। প্রশাসন যতটা খবর সংগ্রহ করতে পারছে, সেই সব ক্ষেত্রেই নজরদারি চলছে। তথ্য সংগ্রহে ফাঁক থেকে গেলে বিপদ হতে পারে। জেলাশাসক জানান, সব গ্রামেই পল্লি-চিকিৎসক আছেন। গ্রামবাসীদের সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্ক। তাই এই কাজে সুবিধা হবে। দক্ষিণ ২৪ পরগনায় প্রায় সাড়ে ১০ হাজার পল্লি-চিকিৎসক আছেন। সব ব্লকে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পরে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য জেলা স্বাস্থ্য অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রতীক্ষায় সাত বছর, দ্রুত শাস্তির আশায় কামদুনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE