সমাজমাধ্যমে পরিচয় থেকে ‘প্রেম’! সেই ফাঁদে পা দিয়েই ভিন্রাজ্যে পাচার হয়ে যেতে বসেছিল নদিয়ার দুই নাবালিকা। পুলিশের তৎপরতায় হাওড়া থেকে উদ্ধার করা হল দু’জনকেই। শুক্রবার হাওড়ার আন্দুল থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ধরা পড়েছেন অভিযুক্তেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে ভিন্রাজ্যের দুই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল নদিয়ার চাপড়ার বাসিন্দা দুই কিশোরীর। ক্রমে পরিচয় গড়ায় প্রেমে! এ ভাবেই প্রেমের ফাঁদে ফেলে দুই নাবালিকাকে ভিন্রাজ্যে পাচারের ছক কষা হয়েছিল। চলতি মাসের শুরুতে নিখোঁজ হয়ে যায় দুই কিশোরী। গত ২ ও ৩ জানুয়ারি চাপড়া থানায় দু’জনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ামাত্রই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। শেষমেশ শুক্রবার হাওড়ার আন্দুল স্টেশন এলাকা থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকেও।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে জানা যায়, নিখোঁজ দুই নাবালিকা একে অপরের আত্মীয়। দু’জনের পরিবারের সদস্য এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সম্প্রতি সমাজমাধ্যমে ভিন্রাজ্যের দুই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল ওই দুই নাবালিকার। নিখোঁজ দুই কিশোরীর মোবাইল নম্বর এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করে অভিযুক্ত দুই যুবকের সন্ধান পায় পুলিশ। তার পর তাদের মোবাইলের টাওয়ারের অবস্থানের সূত্রে ধরে আন্দুল স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় দুই নাবালিকাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মূলত ভিন্রাজ্যে পাচার করার উদ্দেশ্যেই প্রেমের জালে ফাঁসানো হয়েছিল দুই নাবালিকাকে। ধৃত দুই যুবক কোনও পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।