Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Jaundice

করোনার ভয়ে জন্ডিসে ওঝা ভরসা

করোনার ভয়ে আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। একশো টাকা দিয়ে ওঝাকে দেখানো হয়েছে।

জন্ডিসে আক্রান্ত শিশু। —নিজস্ব চিত্র।

জন্ডিসে আক্রান্ত শিশু। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৮ মে ২০২০ ০২:১০
Share: Save:

জন্ডিসের দৈব চিকিৎসায় ব্লেড দিয়ে কপাল চিরে লাগানো হয়েছে শিকড় বাটা। শিশু, তরুণদের কপালে দগদগে সেই ক্ষত। ঝাড়গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে আগুইবনি পঞ্চায়েতের লোধা-শবর অধ্যুষিত গ্রামে অন্তত ২৫ জনের জন্ডিসের উপসর্গ দেখা দিয়েছে। তার মধ্যে ১৫ জনই লোধা-শবর শিশু। করোনার ভয়ে আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। একশো টাকা দিয়ে ওঝাকে দেখানো হয়েছে। রবিবার ঝাড়গ্রামের ব্লক স্বাস্থ্য আধিকারিক রণজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে মেডিক্যাল টিম গ্রামে যায়। আক্রান্তদের রক্ত পরীক্ষার জন্য লিখে দেওয়া হলেও অভিভাবকেরা রাজি হননি। বিকেলে গ্রামে যান জেলাশাসক আয়েষা রানি ও ঝাড়গ্রামের বিডিও অভিজ্ঞা চক্রবর্তী। তাঁরা লোধা-শবর বাড়ি বাড়ি খোঁজ নেন। মেডিক্যাল টিম অ্যাম্বুল্যান্স নিয়ে গেলেও কাউকে আনা যায়নি। জেলাশাসক বলেন, ‘‘গ্রামে ফের মেডিক্যাল টিম পাঠানো হবে।’’

আরও পড়ুন: অতিপ্রবল হয়ে বাংলাকেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jaundice Coronavirus in West Bengal Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE