Advertisement
২০ এপ্রিল ২০২৪

নবান্ন অভিযানের হুমকি দিলীপের

শনিবার গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ০২:৩৯
Share: Save:

ধর্নার পরে এ বার নবান্ন অভিযানের হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা কটাক্ষ তৃণমূলের।

শনিবার গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাজ্যে একের পর এক খুন হচ্ছে, কিন্তু সরকার নীরব। সেখানেই দিলীপবাবু বলেন, ‘‘রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। একের পর এক খুন হচ্ছে। অবস্থা এমনই চলতে থাকলে এক মাসের মধ্যে নবান্ন অভিযান হবে। তখন আন্দোলন গণতান্ত্রিক না হলে আমাদের দোষ দেবেন না।’’

দিলীপবাবুর অভিযোগ, গত ৫ দিনে রাজ্যে অন্তত ৮টি খুন হয়েছে। যার মধ্যে রয়েছে জিয়াগঞ্জের ‘মর্মান্তিক’ ঘটনা। অথচ সরকার কার্নিভালে মেতে উঠেছে। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

নবান্ন অভিযানের কথা বললেও, তা কবে হবে সে বিষয়ে অবশ্য দিলীপবাবু এ দিন কিছু জানাননি। বিজেপি সূত্রের খবর, আগামী মঙ্গলবার বৈঠকে বসবেন রাজ্য নেতৃত্ব। সেখানেই কর্মসূচি চূড়ান্ত হবে।

বিজেপির নবান্ন অভিযানের হুমকিকে কটাক্ষ করে এ দিন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এক মাস পরে কেন, কালই নবান্ন অভিযান করুক। এর আগে তো শুনছিলাম দিল্লি অভিযান হবে। ওরা আসলে বুঝে গিয়েছে, সমস্ত অভিযান এখনই শেষ করে ফেলতে হবে। কারণ ২০২১-এর আগেই ওদের লোটাকম্বল নিয়ে রাজ্য ছাড়ার অভিযান করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE