Advertisement
০৪ মে ২০২৪
Gold

অটো থেকে উদ্ধার ৪ কোটি টাকার সোনা গ্রেফতার মহারাষ্ট্রের ২ বাসিন্দা

পুলিশ তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৬৬ গ্রাম ওজনের ৫০ পিস সোনার বাট উদ্ধার করে। উদ্ধার করা হয় ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের বেআইনি সোনার বাট। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।

বেআইনি সোনা-সহ গ্রেফতার ৩। নিজস্ব চিত্র।

বেআইনি সোনা-সহ গ্রেফতার ৩। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ২০:৫৯
Share: Save:

৪ কোটি টাকার বেআইনি সোনা-সহ তিন জনকে গ্রেফতার করল ইসলামপুর পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি অটোরিকশা আটক করে। রেজিস্ট্রেশন নম্বর ছাড়া ওই অটোরিকশাতে চালক ছাড়াও দু’জন যাত্রী ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে ওই দুই যাত্রীর কাছ থেকে ১৬৬ গ্রাম ওজনের ৫০ পিস সোনার বাট উদ্ধার করে। উদ্ধার করা হয় ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের বেআইনি সোনার বাট। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচিন মক্কর জানিয়েছেন, অটোরিকশা চালক রেজাউল আলি জানায় নতুন এই অটোটি শিলিগুড়ি থেকে কিনে মালদহে ডেলিভারি দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। অটোতে থাকা দু’জন যাত্রী মহারাষ্ট্রের সাতারা এবং সাংলি জেলার বাসিন্দা। তাঁদের নাম হরিদাস থানাবোড়ে এবং অতুল রমেশ বাবর। ধৃতদের জেরা করে জানা গিয়েছে তারা মালদহে যাচ্ছিল। বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের কাছে তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ইসলামপুর থানার পুলিশ। বিচারক ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এই বিপুল পরিমাণ সোনা কোথায় পাচার করা হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কোনও পাচারচক্র জড়িত আছে কি না তা তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন পুলিশ সুপার শচিন মক্কর।

আরও পড়ুন: বয়স ৩ বছর ১১ মাস, মেদিনীপুরের অদ্রীশ নাম তুলে ফেলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে

আরও পড়ুন: ভাত আরও একটু সেদ্ধ চাই, হাসপাতালে মহকুমাশাসককে পেয়ে আর্জি কোভিড রোগীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Smuggling Ishlampur Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE