Advertisement
১০ মে ২০২৪
Soumyendu Adhikari

শুভেন্দুর বাড়িতে ফুটল আরও ১ পদ্ম, বিজেপি-তে গেলেন সৌম্যেন্দু

বুধবার কাঁথির পুর প্রশাসক পদ থেকে সৌম্যেন্দুকে সরিয়ে দেওয়া হয়। এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌম্যেন্দু।

কাঁথির সভামঞ্চে শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা নিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। রয়েছেন সৌম্যেন্দুও। —নিজস্ব চিত্র

কাঁথির সভামঞ্চে শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা নিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। রয়েছেন সৌম্যেন্দুও। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৬:৪৩
Share: Save:

সকালে নন্দীগ্রামের সভা থেকেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো শুভেন্দুর কাঁথির সভামঞ্চে বিজেপিতে যোগ দিলেন সৌম্যেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন কাঁথি পুরসভার আর ১৪ জন প্রাক্তন কাউন্সিলর সহ নেতা-কর্মীরা।

অন্য দিকে এই সভা থেকেই তৃণমূলকে একের পর এক ইস্যুতে তোপ দাগেন শুভেন্দু। গত ২৩ ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং দলের সাংসদ সৌগত রায়। দু’জনই শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলেছিলেন। তার জবাবে শুভেন্দু বলেন, ‘‘মেদিনীপুরের মানুষকে বিশ্বাসঘাতক বলছেন? এটা মেদিনীপুরের মানুষ মেনে নেবেন না। এখানে বিশ্বাসঘাতক জন্মায় না। বিদ্যাসাগররা জন্মান।’’ দুই নেতাকে কটাক্ষ করে শুভেন্দুর কটাক্ষ, ‘‘এসেছিলেন একজন, যিনি খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা নেতা, আর একজন তোলাবাজ ভাইপোর জ্যাঠামশাই।’’

কলকাতা-সহ রাজ্যের বহু অধিকাংশ পুরসভার মেয়াদ শেষ হয়েছে। সেগুলিতে প্রশাসক বসিয়েছে রাজ্য। এই নিয়ে শুভেন্দুর আক্রমণ, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। তাই পুরভোট করাচ্ছে না। কিন্তু এ ভাবে তো সারা জীবন চলবে না। এক দিন পুরভোট করাতেই হবে। শুক্রবার ফের জেলা বনাম কলকাতার বিতর্ক ফের উস্কে দিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই দল জেলাকে গুরুত্ব দেয় না। উত্তরবঙ্গকে গুরুত্ব দেয় না।’’

তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, বিজেপির সঙ্গে কিছু একটা ‘ডিল’ হয়েছে। সেই আক্রমণকেই হাতিয়ার করে শুভেন্দু বলেন, ‘‘হ্যাঁ, বিজেপির সঙ্গে আমার ডিল হয়েছে। ডিল হয়েছে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে এবং বেকার যুবকদের চাকরি হবে। টেট পাশ করা পরীক্ষার্থীদের চাকরি হবে। রাজ্যে ক্ষমতায় এলে আয়ূষ্মান ভারত প্রকল্প চালু হবে।’’

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর বক্তব্য, ‘‘তৃণমূল দলটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে। পিসি আর ভাইপোর কোম্পানি। বাকি নেতা-মন্ত্রীদের ল্যাম্পপোস্ট বানিয়ে রেখেছে।’’

সৌম্যেন্দু দীর্ঘদিন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। মেয়াদ ফুরনোর পর তাঁকেই পুর প্রশাসক পদে বসানো হয়েছিল। কিন্তু বুধবার আচমকাই তাঁকে সেই পদ থেকে সরানো হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌম্যেন্দু। বৃহস্পতিবার প্রাথমিক শুনানির পর মামলা গ্রহণ করতে রাজি হয়েছে উচ্চ আদালত। কিন্তু শুভেন্দুর বক্তব্য, জোর করে সৌম্যেন্দুকে সরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার নন্দীগ্রামে একটি সভা ছিল শুভেন্দুর। সেই সভা থেকেই শুভেন্দু ঘোষণা করেন, সৌমেন্দু কাঁথির সভায় বিজেপিতে নাম লেখাচ্ছেন। কাঁথি থেকে তৃণমূলকে উচ্ছেদের ডাকও দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু। তার পর শুক্রবার বিকেল চারটে নাগাদ কাঁথির মঞ্চে পৌঁছন সৌম্যেন্দু।

তৃণমূলের তরফে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, আগে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখান শুভেন্দু। নিজের ভাইকে দলে টেনে কার্যত সেই চ্যালেঞ্জের জবাব দিলেন নন্দীগ্রামের প্রাক্তন সাংসদ।

শুভেন্দুর বক্তব্য:

• তৃণমূলের ওই সাংসদকে বলি, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না, বিদ্যাসাগররা জন্মান

• কিন্তু ভোট তো করাতেই হবে

• রাজ্য সরকার ভোট করতে ভয় পায়

• হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে এঁরা কিছু ভাবেন না

• জেলার লোক গুরুত্ব পায় না, উত্তরবঙ্গ গুরুত্ব পায় না

• আমি ওই সব টুপি পরিনি, তাই বিশ্বের বৃহত্তম দল বিজেপিতে যোগ দিয়েছি

• আমি রাজনীতি করি, আমি অবসর নিলে আমার ভাইপো দলের মাথা হবে

• ডিল হয়েছে ক্ষমতায় এলে রাজ্যে আয়ূষ্মান ভারত চালু হবে

• হ্যাঁ, ডিল হয়েছে, ডিল হয়েছে প্রতিবছর এসএসসি পরীক্ষায় চাকরি হবে, টেট পাশ করা প্রার্থীদের চাকরি হবে

• তৃণমূল বলছে আমার সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে

• রামনগরের ভোটার, তাঁকে কাঁথির প্রশাসক পদে বসিয়েছে

• কাঁথি শহর কোভিড মুক্ত হয়ে গিয়েছে, তবে সাবধানে থাকবেন টিকা না আসা পর্যন্ত

• বানের জলে ভেসে আসা লোককে দিয়ে আমাকে গালাগাল করা হচ্ছে

• তৃণমূলের এক জন বললেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়, আপনারা মেনে নেবেন?

• ২০০৯ সালে তিনি বলেছিলেন, শুভেন্দুকে আপনারা জেতান, ও বিশ্বাসঘাতকতা করবে না

• আপনারা জানেন, আমার গুরুদেব প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

• এসেছিল খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা নেতা আর তোলাবাজ ভাইপোর জ্যাঠামশাই

• আমাদের জবাব দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু শান্ত থাকতে বলেছিলাম

• কিছু বিশৃঙ্খল মানুষ মিছিল করেছে, আমার পোস্টার-ব্যানার ছিঁড়েছে

• ২৩ ডিসেম্বর এখানে একটা মিছিল হয়েছে

• কাঁথি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম

• আপনারা শুভেন্দু অধিকারীকে ভূমিপুত্র হিসেবে চেনেন

• ৩০ জানুয়ারির মধ্যে এমন পরিস্থিতি আমরা তৈরি করব গণতান্ত্রিক ভাবে, যাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে যাবে

• প্রতিদিনই এই রকম যোগদান চলবে

• সৌমেন্দু দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভার দায়িত্বভার সামলেছেন

• সৌমেন্দু অধিকারী আজ বিজেপিতে যোগ দিলেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Soumyendu Adhikari Suvendu Adhikari tmc BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE