Advertisement
০৫ মে ২০২৪

‘তৃণমূলের এক জনই প্রার্থী, তিনি মমতা’, কর্মিসভায় বললেন অভিষেক

তৃণমূলের এক জনই প্রার্থী— তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোনামুখীতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বুথ স্তরের কর্মীদের সঙ্গে সভা করতে গিয়ে এ কথা বললেন যুব তৃণমূল সভাপতি তথা দলীয় জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের সঙ্গে বিষ্ণুপুরের প্রার্থী শ্যামল সাঁতরা। ছবি: শুভ্র মিত্র

অভিষেকের সঙ্গে বিষ্ণুপুরের প্রার্থী শ্যামল সাঁতরা। ছবি: শুভ্র মিত্র

নিজস্ব সংবাদদাতা 
সোনামুখী শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০১:০৩
Share: Save:

তৃণমূলের এক জনই প্রার্থী— তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোনামুখীতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বুথ স্তরের কর্মীদের সঙ্গে সভা করতে গিয়ে এ কথা বললেন যুব তৃণমূল সভাপতি তথা দলীয় জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এই নির্বাচন আমাদের প্রার্থী শ্যামল সাঁতরার নয়। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নির্বাচন।’’ কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘‘বুথ আঁকড়ে পড়ে থাকুন। পদ্ম ফুল সর্ষে ফুল হয়ে যাবে। আর জোড়া ফুল মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।’’

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল থেকে বহিষ্কারের পরে বিজেপিতে যোগ দেন। তারপরেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে তাঁর জেলায় আসা বন্ধ। এ দিন অভিষেক বলেন, ‘‘বড় গদ্দারের সঙ্গে ছোট গদ্দারও চলে গিয়েছে। বিষ্ণুপুরের সাংসদ থানা ঘেরাও করার হুমকি দিয়েছিলেন। দু’মাস দশ দিন পরেও জেলায় ঢুকতে পারলেন না!’’ তাঁর দাবি, ‘‘সাংসদ তহবিলের টাকা খরচ না করে তিনি দিল্লিতে বসে আছেন। তাঁর ভাবা উচিত ছিল তৃণমূল কোনও তোলাবাজ, বালিচোরদের টিকিট দেয় না।” রাজনীতি সচেতন লোকজনের মতে, সৌমিত্রের সঙ্গে মুকুল রায়কে ইঙ্গিত করে ওই মন্তব্য করেছেন সাংসদ।

সৌমিত্রের দাবি, ‘‘আমি কত টাকার মালিক, তা কিছুদিনের মধ্যেই হলফনামার মাধ্যমে বাংলার মানুষ জানতে পারবেন। সাংসদ হিসাবে যথেষ্ট কাজ করেছি। কিছু কাজ পরিকল্পনা করে আটকে দেওয়া হয়েছে।’’

তবে, এই জেলার কিছু এলাকায় এখনও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই চিন্তার কারণ বলে মঞ্চে অভিযোগ করেছেন বিধায়ক শম্পা দরিপা। তিনি বলেন, ‘‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট করি। কিন্তু, কিছু কিছু জায়গায় কর্মীদের বিক্ষোভ আছে। নির্বাচনের আগে তা মেটাতে হবে।’’ এতে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান কিছু তৃণমূল নেতা। তখন অবশ্য অভিষেক মঞ্চে আসেননি। শম্পাদেবীর পরেই তালড্যাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী বক্তৃতায় দাবি করেন, ‘‘তৃণমূলে কোনও বিক্ষোভ নেই। শেষ কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কেন ওই মন্তব্য করলেন শম্পাদেবী? সভা শেষে ফোনে শম্পাদেবী বলেন, ‘‘কানে বিভিন্ন কথা আসে। তাই কর্মিসভায় একটা বার্তা দিতে গিয়েই আমি বিক্ষোভের কথাটা বলেছি। আসলে দলে কেউ কেউ নিজেকে অনেক কিছু ভাবেন। সেই ভুল ভাঙিয়ে বোঝাতে চেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কেউ নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Abhishek Banerjee Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE