Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন নতুন সিপি

শুক্রবার রাতে নির্দেশ জারি করে অনুজ শর্মাকে কলকাতার পুলিশ কমিশনার (সিপি) পদ থেকে অপসারিত করেছে কমিশন।

রাজেশ কুমার,  নটরাজন রমেশবাবু, অনুজ শর্মা। নিজস্ব চিত্র

রাজেশ কুমার, নটরাজন রমেশবাবু, অনুজ শর্মা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ০১:৪১
Share: Save:

২৯ বছরের চাকরি জীবনে রাজ্য ও কেন্দ্রের নানা পদে চাকরি করেছেন তিনি। কিন্তু কলকাতা পুলিশের কাজের অভিজ্ঞতা তাঁর ছিল না। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের আগে সেই বাহিনীর শীর্ষ পদে নিযুক্ত হয়েছেন ১৯৯০ ব্যাচের আইপিএস রাজেশ কুমার। শনিবার লালবাজারে সেই ‘গুরুদায়িত্ব’ নিয়েই তিনি বললেন, ‘‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য কলকাতা পুলিশ চেষ্টা করবে। মানুষের জন্য আরও ভাল কাজ করতে চাই।’’

সূত্রের খবর, বিকেলে কলকাতা পুলিশের সব ডিসি-দের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশের ‘গর্ব’ অক্ষুণ্ণ রাখতে বলেছেন তিনি।

শুক্রবার রাতে নির্দেশ জারি করে অনুজ শর্মাকে কলকাতার পুলিশ কমিশনার (সিপি) পদ থেকে অপসারিত করেছে কমিশন। ওই একই নির্দেশে পদ থেকে অপসারিত হয়েছেন বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিংহ এবং বীরভূমের এসপি শ্যাম সিংহ ও ডায়মন্ড হারবারের এসপি এস সেলবামুরুগান। এ দিন বিধাননগরে দায়িত্ব বুঝে নিয়েছেন ওই এলাকার নয়া সিপি নটরাজন রমেশবাবুও। তবে তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। কমিশন ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছিল। এ দিন দায়িত্ব বুঝে নিয়েছেন বীরভূমের নতুন এসপি আভারু রবীন্দ্রনাথ এবং ডায়মন্ড হারবারের নয়া এসপি শ্রীহরি পাণ্ডে।

নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও বিধাননগরের কমিশনারের ওই এলাকায় কাজের অভিজ্ঞতা নেই বলে কমিশনকে চিঠি পাঠিয়েছেন। সে প্রসঙ্গে অবশ্য এ দিন কোনও মন্তব্য করতে চাননি কলকাতার নয়া সিপি। শুধু বলেছেন, ‘‘এই পদে নিযুক্ত হওয়া আমার কাছে বড় সম্মান ও গুরুদায়িত্ব।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুলিশ সূত্রের খবর, লালবাজারে যাওয়ার আগে এ দিন রাজেশ লেক কালীবাড়িতে পুজো দেন। সেখান থেকে দক্ষিণ কলকাতায় অভিজাত আবাসনের নিজের ফ্ল্যাটে যান। ফ্ল্যাট থেকে সোজা চলে যান নবান্নে। সূত্রের খবর, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ সেরে বেলা তিনটে নাগাদ লালবাজারে পৌঁছন। তত ক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিলেন বিদায়ী পুলিশ কমিশনার অনুজ শর্মাও। কমিশনারের চেম্বারে ঢুকে অনুজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন রাজেশ। দায়িত্ব বুঝিয়ে দিয়ে লালবাজার থেকে বেরিয়ে যান সদ্য প্রাক্তন কমিশনার।

দায়িত্ব নেওয়ার পরেই তিন জন অতিরিক্ত কমিশনার, জাভেদ শামিম, অজয় নন্দ এবং সুপ্রতিম সরকারের সঙ্গে বৈঠক করেন নতুন সিপি। পরে তিনি বলেন, ‘‘কলকাতা পুলিশের দক্ষতা প্রশ্নাতীত। সেই দক্ষতা বজায় রাখাই একমাত্র লক্ষ্য।’’

আদতে রাজস্থানের বাসিন্দা রাজেশ কুমার কর্মজীবনে মুর্শিদাবাদ, হাওড়ার এসপি পদে কাজ করেছেন। পরে কেন্দ্রীয় ডেপুটেশনে জাহাজ মন্ত্রক ও রেল মন্ত্রকেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ঘটনাচক্রে সেই সময় ওই দুই মন্ত্রকের মন্ত্রী ছিলেন অধুনা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়। ২০১৬ সালে কেন্দ্রীয় ডেপুটেশন থেকে রাজ্যে ফিরে সিআইডি-র এডিজি-র মতো গুরুত্বপূর্ণ পদ পান রাজেশ। সেই সময়কালে দার্জিলিঙে মোর্চার বিরুদ্ধে তদন্ত, উত্তরবঙ্গে শিশু পাচার চক্রের মতো ঘটনার তদন্ত সিআইডি করে। কিন্তু ২০১৭ সালের ৫ নভেম্বর সিআইডি থেকে রাজেশকে সরিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি-র মতো তুলনামূলক পদে বদলি করা হয়। ঘটনাচক্রে, ওই বছরের নভেম্বরেই বিজেপিতে যোগ দেন মুকুল।

এ দিন বেলা ৩টে নাগাদ নতুন দায়িত্ব গ্রহণ গ্রহণ করেন বিধাননগরের নয়া সিপি নটরাজন রমেশবাবুও। সদ্যপ্রাক্তন পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন বেরিয়ে যান। তার পরে ডিসি (সদর) অমিত জাভালগি সহ কমিশনারেটের শীর্ষ কর্তা থেকে শুরু করে বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন নয়া সিপি।

রাজ্য পুলিশ সূত্রে খবর, ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার রমেশবাবু কলকাতা পুলিশের ডিসি (সাউথ) পদে কাজ করেছেন।

২০০৭ সালে নন্দীগ্রামে কাণ্ডের সময় তিনি মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। ২০১৭ সালে দার্জিলিঙের উত্তাল পরিস্থিতির সময় সেখানকার আইজি ছিলেন রমেশবাবু। তবে পরিস্থিতি আয়ত্ত্বে না-আসায় তাঁকে বদলি করা হয়। বিধাননগরের সিপি হওয়ার আগে তিনি রাজ্য পুলিশের এডিজি (অপারেশন) পদে ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Rajesh Kumar Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE