Advertisement
২০ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

বহিরাগতদের দেখলেই পুলিশে জানান: মমতা

বহিরাগতদের দিয়ে ভোট দখলের চেষ্টা হলে পুলিশি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৫:৪১
Share: Save:

বহিরাগত প্রশ্নে আগেই কটাক্ষ করেছিলেন বিজেপিকে। বুধবার বনগাঁর সভা থেকে কঠোর অবস্থানের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের দিয়ে ভোট দখলের চেষ্টা হলে পুলিশি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিলেন।

এ দিন মমতা বলেন, “বহিরাগত গুন্ডাদের দিয়ে বাংলা দখল করতে দেব না। পাড়ায় বহিরাগতদের ঘুরতে দেখলে থানায় অভিযোগ করুন। পুলিশ অভিযোগ নিতে না চাইলে আমাদের দলীয় কার্যালয়ে জানান। আমি জেনে যাব। সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি। যে কথা বলি, সেই কাজ করি। বিজেপির মতো মানুষকে ভাঁওতা দিই না।”

তৃণমূল নেত্রীর অভিযোগ, “ভিন রাজ্য থেকে গুন্ডাদের আনা হচ্ছে এ রাজ্য দখল করার জন্য। তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে। ভয় দেখাচ্ছে। আবার জানতে চাইছে, আপনার টাকা চাই, এটা চাই, সেটা চাই? সব ভোটের জন্য। ভোট চলে গেলেই ওরা পালিয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম-আছি-থাকব। বিজেপিকে এ রাজ্য দখল করতে দেব না’’। এর পরেই মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘তৃণমূলই ক্ষমতায় আসবে।”

আরও পড়ুন: মতুয়া মন জয়ে দরাজ মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ১টা তুললে ১০০ চোখ তুলে নেব, সায়ন্তনকে হুঁশিয়ারি উদয়নের

আমপানের ত্রাণ বিলি নিয়েও কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “বড় ঝড় হল, তাতে কেন্দ্র এক পয়সাও দেয়নি। উনি বসিরহাটে এলেন সংবাদমাধ্যমকে দেখানোর জন্য। বললেন, এক হাজার কোটি টাকা দিলাম। ও টাকা আমাদেরই টাকা। আমাদের জিএসটির টাকা আটকে রেখেছে। এখন বলছে, ঝড়ের টাকার হিসেব চায়। টাকা দেব আমরা আর হিসেব চাইবে তোমরা?” আমপান ত্রাণে দুর্নীতির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “সব জায়গায় ভাল লোক, খারাপ লোক থাকে। কিছু লোক দুষ্টুমি করেছে। তার জন্য তো সবাই খারাপ হতে পারে না।”

সভার সামনের সারিতে থাকা কয়েক জন মহিলা কিছু দাবি-দাওয়া নিয়ে প্ল্যাকার্ড তোলেন। মমতা বলেন, “প্রতিটা সভাতেই দেখছি, সামান্য কয়েক জন কিছু একটা দাবি নিয়ে প্ল্যাকার্ড তুলে সভা নষ্ট করে দিচ্ছেন। কিছু বলার থাকলে পুলিশের মাধ্যমে কাগজ দিন। সাধ্যমতো করব। যাঁরা যা বলছেন, তাই করে দিচ্ছি। আমার সাধ্যঅসাধ্য আছে। আইন মেনে সব করতে হয়। এ ভাবে সভার কাজ বানচাল করবেন না। আমি খুব দুঃখ পেলাম।”

বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “কথা দিয়ে যদি কাজ করতে না পারি, তা হলে আমার মৃত্যু ভাল। এত কাজ করার পরেও যদি আপনারা সভার মধ্যে এসে এ ভাবে প্ল্যাকার্ড তোলেন, কী করে সভা করব? মাঝে মাঝে মনে হয়, এত কাজ করার পরেও যদি এই আমার প্রাপ্য হয়, সব ছেড়ে চলে যাব। কিছু মনে করবেন না। অভিমান থেকেই এ কথা বললাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee BJP Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE