Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভর্তিতে টাকার খেলা মানতেই নারাজ পার্থ

সোমবার উত্তর থেকে মধ্য কলকাতায় তিনটি কলেজে ভর্তি-জুলুমের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন সাইবার ক্যাফেতে যাচ্ছে ছেলেমেয়েরা। সেখানে আবেদনপত্র পূরণে কিছু গোলমাল হচ্ছে। ফলে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ছে অনেকেই। এর সঙ্গে কলেজে ঘুষ নেওয়ার কোনও সম্পর্ক নেই।’’

তদারকি: সুরেন্দ্রনাথ কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

তদারকি: সুরেন্দ্রনাথ কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৫:১৪
Share: Save:

কলেজে টাকা নিয়ে ভর্তির দুর্নীতিকে কার্যত আড়াল করে সাইবার ক্যাফের উপর দোষ চাপানোর চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার উত্তর থেকে মধ্য কলকাতায় তিনটি কলেজে ভর্তি-জুলুমের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন সাইবার ক্যাফেতে যাচ্ছে ছেলেমেয়েরা। সেখানে আবেদনপত্র পূরণে কিছু গোলমাল হচ্ছে। ফলে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ছে অনেকেই। এর সঙ্গে কলেজে ঘুষ নেওয়ার কোনও সম্পর্ক নেই।’’

মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের পরে এ দিন পার্থবাবু প্রথমে যান জয়পুরিয়া কলেজে। ঘটনাচক্রে এ দিন সকালেই ওই কলেজে ভর্তির আবেদনের টাকা অনলাইনে জমা দেওয়ার পরেও অতিরিক্ত টাকার দাবির অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু বেলা দু’টো নাগাদ জয়পুরিয়ায় গিয়ে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরে পার্থবাবু সাইবার ক্যাফের ‘গোলযোগ’-এর তত্ত্ব দেন। তাঁর দাবি, ‘‘সংবাদপত্রের খবরের সঙ্গে বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। যে পদ্ধতিতে কাজ হচ্ছে, সেখানে অর্থ নেওয়ার কোনও জায়গাই নেই। অভিযোগ থাকলে গ্রেফতার হবে। তবে সত্যতা তো যাচাই করতে হবে।’’

সুরেন্দ্রনাথ কলেজের এক কর্মীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তির অভিযোগ উঠেছে। এমনকি পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে টাকা পেয়েছে বলে সূত্রের খবর। অথচ প্রসঙ্গটি এড়িয়ে পার্থবাবুর বক্তব্য, ‘‘টাকা অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কী ভাবে টাকা নেওয়া হবে?’’ যদিও তিনি বলেছেন, ‘‘অধ্যক্ষকে বলেছি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে।’’ মণীন্দ্রচন্দ্র কলেজে গিয়ে সাইবার ক্যাফেগুলিকে নিয়ন্ত্রণের উপরেই জোর দেন শিক্ষামন্ত্রী। তাঁর পরামর্শ, ‘‘অভিভাবক ও আবেদনকারীরা কলেজে আবেদনের সময় তথ্য সম্পর্কে বাড়তি সতর্ক হন। সাইবার ক্যাফের উপর কী ভাবে নজরদারি চালানো যায়, তা নিয়েও ভাবতে হবে।’’

আরও পড়ুন: ‘দু’দিন পরে আয়, দেখা যাবে’

কলেজে ছাত্র ভর্তিতে ক্রমাগত তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় পুলিশ নামানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি নিজেও কলেজে ঘুরেছেন এ দিন। তা সত্ত্বেও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী যে বিষবৃক্ষ রোপণ করেছেন, তার ফল তো ফলবেই! এখন দৈত্য বোতলের বাইরে। এটাই উদ্বেগের।’’

বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দুর্নীতি এখন আর লুকোতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী আশুতোষ কলেজে গিয়ে মানুষকে বোঝাতে চাইলেন, উনি এ সবের বিরুদ্ধে।’’ কলেজের এই দুর্নীতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইন ভর্তি ব্যবস্থা চালুর দাবিতে এ দিন মুখ্যমন্ত্রীকে চিঠি দেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তবে এই দাবি যথারীতি খারিজ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থবাবু। ভর্তি-দুর্নীতি নিয়ে এসইউসি-র রাজ্য সম্পাদক সৌমেন বসুর কটাক্ষ, ‘‘কলেজে তোলাবাজি নগ্ন হয়ে পড়ায় মন্ত্রীরা নিন্দা এবং গ্রেফতারের নাটক করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE