Advertisement
২০ এপ্রিল ২০২৪
State News

পুরসভায় ‘বৈষম্য’ বন্ধ হোক, মন্ত্রীকে চিঠি অশোকের

অবাধ ও শান্তিপূর্ণ ভাবে আসন্ন পুরভোট সম্পন্ন করা এবং তার পরে নতুন সব পুরবোর্ডের ক্ষেত্রে এমন ‘বৈষম্য’ বন্ধ করার দাবিও তুলেছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৭
Share: Save:

রাজ্যে শাসক দল ও বিরোধী পরিচালিত পুরসভার জন্য দু’ধরনের নিয়ম-কানুন চলছে, এই অভিযোগ জানিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে আসন্ন পুরভোট সম্পন্ন করা এবং তার পরে নতুন সব পুরবোর্ডের ক্ষেত্রে এমন ‘বৈষম্য’ বন্ধ করার দাবিও তুলেছেন তিনি। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ রাজ্য সরকার তুললেও স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তারাই সাংবিধানিক রীতি মানছে না।

শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোকবাবুর বক্তব্য, শুধু শিলিগুড়ির মেয়র হিসেবে তিনি এ সব কথা বলছেন না। তৃণমূল সরকারের আমলে পাঁচ বছর একটা পুরসভা পরিচালনা করতে গিয়ে তাঁর মনে হয়েছে, পুর-প্রশাসন ন্যায় ও সাম্যের নীতির উপরে চলছে না। আর্থিক পাওনা আটকে দেওয়া সংক্রান্ত অভিযোগ ছাড়াও অশোকবাবুর দাবি, ‘‘গত কয়েক বছরে পুরসভার চেয়ারম্যান বা মেয়রদের ক্ষমতা হ্রাস করে প্রশাসনিক কর্তা বা কমিশনারদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পুর-নিগমে মেয়র পরিষদের সদস্য মনোনীত করার ক্ষেত্রেও মেয়রের সিদ্ধান্ত প্রয়োগে রাজ্য সরকারের অনুমোদনকে আবশ্যিক করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপই ৭৪তম সংবিধান সংশোধনীর পরিপন্থী।’’ পুরমন্ত্রীকে চিঠি পাঠানোর পরে বিধানসভার মিডিয়া সেন্টারে বুধবার শিলিগুড়ির মেয়রের দাবি, বিগত পুরভোটের ঘটনার পুনরাবৃত্তি এ বার যেন না হয়।

আরও পড়ুন: ময়লা ফেলার বিকল্প জমির খোঁজ বহরমপুরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ashok Bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE