Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অশান্তির আশঙ্কায় বোর্ড গঠনে ভোট চায় না শাসক

পঞ্চায়েতের পদাধিকারী বাছাইয়ে দলের মধ্যে ভোটাভুটি এড়াতে চাইছে তৃণমূল। প্রায় সর্বত্রই একটি পদের একাধিক দাবিদার থাকায় ভোটাভুটি এড়াতে না পারলে বহু জায়গায় অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে দলের অন্দরে। তাই তিন স্তরেই ১০০% পদাধিকারী আলোচনার মাধ্যমে বেছে নেওয়ার জন্য জেলায় জেলায় বার্তা দেওয়া হয়েছে।

রবিশঙ্কর দত্ত
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৪:০৭
Share: Save:

পঞ্চায়েতের পদাধিকারী বাছাইয়ে দলের মধ্যে ভোটাভুটি এড়াতে চাইছে তৃণমূল। প্রায় সর্বত্রই একটি পদের একাধিক দাবিদার থাকায় ভোটাভুটি এড়াতে না পারলে বহু জায়গায় অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে দলের অন্দরে। তাই তিন স্তরেই ১০০% পদাধিকারী আলোচনার মাধ্যমে বেছে নেওয়ার জন্য জেলায় জেলায় বার্তা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের শুক্রবারের আদেশের পরে রাজ্যে পঞ্চায়েতের কোনও স্তরেই বোর্ড গঠনে কোনও বাধা নেই। এই অবস্থায় গোটা প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ভোটাভুটি এড়াতে চাইছে তৃণমূল। দলের এক নেতার কথায়, ‘‘বোর্ড গঠন ও পদাধিকারী নির্বাচন করতে হবে আলোচনার মাধ্যমে। দলীয় স্তরে তা না করা গেলে মনোমালিন্য বাড়তে পারে। কিন্তু দলের সেই সিদ্ধান্ত উপেক্ষা করে পদাধিকারী নির্বাচনে ভোটাভুটি করা যাবে না।’’ সে ক্ষেত্রে যাঁরা পদ পাবেন না, তাঁদের পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত রাখতে রাজনৈতিক স্তরে ‘পরামর্শদাতা’ হিসাবে রাখার কথাও আলোচনা হয়েছে কোনও কোনও জেলায়। গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির আগে এ ব্যাপারে বাড়তি সতর্ক থাকছে তৃণমূল।

দলের তরফে পদাধিকারী বাছাই করে দেওয়ার ব্যবস্থা নতুন নয়। আগেও পঞ্চায়েত ও পুরসভার বোর্ড গঠনে তৃণমূলের রাজ্য নেতৃত্বের স্থির করে দেওয়া সদস্যকেই সংশ্লিষ্ট বোর্ডে প্রধান বা অন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বার সাধারণ ভাবে সর্বত্র এই ব্যবস্থাই চাইছেন দলীয় নেতৃত্ব। বহু জায়গায় এ বার মনোনয়ন-পর্ব থেকেই দাবিদারের চাপ বেশি ছিল। সে কারণে অনেকেই নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। তাঁরা ফের দলে ফিরে এসে বোর্ডে যোগ দেবেন। ফলে দলের প্রতীকে বিজয়ীদের সঙ্গে তাঁদের ‘প্রতিদ্বন্দ্বিতা’র পরিবেশও রয়েছে বহু জায়গায়। এই সম্ভাবনা আঁচ করে একাধিক জেলায় গুরুত্বপূর্ণ নেতাদের ডেকে সতর্ক থাকতে বলছেন দলের রাজ্য নেতারা।

জেলার ভারপ্রাপ্ত দলের এক পর্যবেক্ষকের কথায়, ‘‘তিন স্তরেই পদের জন্য একাধিক দাবিদার আছেন। তাঁদের অনেকে উপযুক্তও। কিন্তু এক জনকে বাছতে হবে। তবে এ নিয়ে কোনও প্রতিদ্বন্দ্বিতা করা চলবে না। প্রয়োজনে ঊর্ধ্বতন কমিটি বা নেতৃত্বের সঙ্গে কথা বলে একাধিক বার আলোচনা করতে হবে। প্রয়োজনে তিন স্তরেই পদাধিকারী স্থির করে দেবেন দলীয় নেতৃত্ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE