Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Weather Forecase

দক্ষিণে রেহাই, উত্তরে আরও ৪ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত দু’দিন ধরে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৮:১২
Share: Save:

আপাতত বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গ রেহাই পেলেও, উত্তরবঙ্গে এখনই দুর্যোগ কাটছে না। সেখানে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাহাড়ী নদীগুলির জলস্তর বাড়ার পাশাপাশি ধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। আগাম সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত দু’দিন ধরে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বেশি পরিমাণে বৃষ্টি হবে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্তও বৃষ্টি হতে পারে। তা ছাড়া মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

২৫ সেপ্টেম্বরের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে এই সময় সমুদ্র মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: ‘কৃষক বিরোধী’ মমতা: চি‌ঠি লিখে, টুইট করে তোপ ধনখড়ের​

আরও পড়ুন: কলকাতার রাস্তায় গাড়ি আটকে শ্লীলতাহানি, গ্রেফতার এবং সাসপেন্ড পুলিশ আধিকারিক​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE