অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু’ধরনের ফোনেই ব্যবহার করা যায় হোয়াট্সঅ্যাপ। কিন্তু, অ্যাপলের ফোন ব্যবহারকারীরা সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির বিশেষ একটি ফিচারের অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। সংশ্লিষ্ট ফিচারটি ব্যবহার করে তাঁরা একটা আস্ত বইও পিডিএফ ফরম্যাটে শেয়ার করতে পারেন। এই সুবিধা কোনও অ্যান্ড্রয়েড ফোনেই নেই। সেই কারণে সব সময় তাদের থেকে অনেকটা এগিয়ে থাকছে আইফোন।
যে কোনও ধরনের স্মার্টফোনের গ্রাহকেরাই ডকুমেন্ট ফাইল, ছবি বা ভিডিয়ো হোয়াট্সঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। ঠিক এই জায়গাতেই বাড়তি সুবিধা পান আইফোন ব্যবহারকারীরা। অ্যাপলের ফোনটিতে রয়েছে ডকুমেন্ট স্ক্যান করার ফিচার। অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরার সাহায্যে এটা করা যায়। কিন্তু, হোয়াট্সঅ্যাপ থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা নেই।
এখন প্রশ্ন হল, কী ভাবে ওই ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করবেন আইফোনের গ্রাহক? এতে কী কী সুবিধাই বা পাবেন তিনি? গ্যাজেট বিশ্লেষকেরা তাঁদের হোয়াট্সঅ্যাপের ওই ফিচারটি খুলে ছবি তোলার পরামর্শ দিয়েছেন। এর পর সমস্ত ছবিকে একসঙ্গে করে সেগুলিকে পিডিএফে রূপান্তরিত করতে পারেন গ্রাহক। একবার সেই কাজ হয়ে গেলে নিজের পছন্দের ফোন নম্বরে সংশ্লিষ্ট তথ্য পাঠানো যাবে।
আরও পড়ুন:
এই ভাবে আস্ত একটা বই পর্যন্ত হোয়াট্সঅ্যাপে শেয়ার করা যেতে পারে, বলছেন বিশ্লেষকেরা। কারণ, এই পদ্ধতিতে অ্যাপলের ফোন ব্যবহারকারীকে আলাদা করে কোনও ছবি তুলতে হবে না। ছবির গুণগত মান খারাপ হওয়ার কোনও সম্ভাবনা নেই।