প্রযুক্তি বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ তথ্যফাঁস। এক-দু’জন নয়, চুরি গিয়েছে ১,৬০০ কোটি গ্রাহকের পাসওয়ার্ড ও লগ-ইন বিবরণী। বিষয়টি জানাজানি হতেই দুনিয়া জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। সাইবার বিশেষজ্ঞদের দাবি, ফাঁস হওয়া পাসওয়ার্ড এবং লগ-ইন বিবরণী হ্যাকারদের হাতে চলে গেলে সাড়ে সর্বনাশ! নিমেষে ফাঁকা হতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। আর তাই সকলকে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ‘ফোর্বস’-এর প্রতিবেদন অনুযায়ী, বিপুল তথ্য ফাঁসের জেরে বিপাকে পড়তে চলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরাও। কারণ, গুগ্লের পাশাপাশি ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম এবং এক্স হ্যান্ডল-সহ একাধিক প্ল্যাটফর্মের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। শুধু তা-ই নয়, এই ঘটনা সরকারি এবং অন্যান্য অনলাইন পরিষেবার ক্ষেত্রে সাইবার অপরাধের দরজা খুলে দিল বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
‘ফোর্বস’ জানিয়েছে, সম্প্রতি ১৮ কোটি ৪০ লক্ষ তথ্য সম্বলিত একটি রহস্যময় ডেটাবেস ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে ডার্কওয়েবে গ্রাহকদের পাসওয়ার্ড এবং লগ-ইন বিবরণী যে ফাঁস হয়েছে, সে ব্যাপারে একরকম নিশ্চিত সাইবার বিশ্লেষকেরা। তাঁদের অনুমান, এটি হিমশৈলের চূড়ামাত্র। অর্থাৎ, আরও কয়েক কোটি গ্রাহকের তথ্যফাঁসের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।
মার্কিন গণমাধ্যমটির দাবি, সাইবার বিশেষজ্ঞেরা ওই ধরনের আরও ৩০টি অরক্ষিত ডেটাবেসের হদিস পেয়েছেন। সেগুলির প্রতিটিতে ৩৫০ কোটি তথ্য রয়েছে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে অন্যতম হল ভিপিএন লগ-ইন এবং কর্পোরেট ও ডেভেলপার প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ‘কিপার সিকিউরিটি’ সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ড্যারেন গুসিওন। তাঁর দাবি, ‘‘নিকট ভবিষ্যতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে চলেছে।’’
আরও পড়ুন:
গুসিওন এই ঘটনাকে নিছক তথ্যফাঁস হিসাবে ব্যাখ্যা করতে নারাজ। তাঁর কথায়, ‘‘এর ফলে দুনিয়া জুড়ে বাড়বে আর্থিক তছরুপের মাত্রা। এমন নয় যে পুরনো তথ্য ফাঁস হয়েছে। নতুন ব্যবহারযোগ্য তথ্য বাইরে বেরিয়ে যাওয়া খুবই চিন্তাজনক।’’ এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রেও হ্যাকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্য দিকে, তথ্যফাঁসের খবর মিলতেই নড়েচড়ে বসেছে গুগ্ল। গ্রাহকদের পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো পুরনো সাইন-ইন পদ্ধতি থেকে সরে আসার নির্দেশ দিয়েছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা। বদলে জিমেলে অ্যাকাউন্টের নিরাপত্তা আপগ্রেড করার পরামর্শ দিয়েছে তারা।