নতুন বিয়ের পর মধুচন্দ্রিমা নিয়ে অনেকেরই পরিকল্পনা থাকে। নতুন জীবন শুরু করার আগে চেনা পরিবেশ থেকে দূরে গিয়ে পরস্পরকে নিকট ভাবে চিনে নেওয়ার এর চেয়ে ভাল সুযোগ আর হয় না। মধুচন্দ্রিমায় কোথায় যাওয়া হবে, তা নিয়ে অনেক দিন ধরে একটি জল্পনার পর্ব চলে। কারও পাহাড় পছন্দ কেউ বা যেতে চান সমুদ্রে। পাহাড়, সমুদ্র তো রইলই। নতুন বিয়ের পর আলাদা সময় কাটাতে কিন্তু বেছে নিতে পারেন জঙ্গল। রইল মধুচন্দ্রিমাকে আরও মধুময় করে তুলতে পারে, এমন কয়েকটি জঙ্গলের খোঁজ।
১) দুধওয়া, উত্তর প্রদেশ
নিরিবিলি পরিবেশে কিছু দিন প্রিয়জনের সঙ্গে কাটাতে চাইলে চলে যেতে পারেন উত্তরপ্রদেশের দুধওয়া জঙ্গলে। তবে মার্চ থেকে নভেম্বর এই জঙ্গলে যাওয়ার আদর্শ সময়। পাড়ি দেওয়ার আগে ভাল করে থাকা, খাওয়ার জায়গা নির্বাচন করে যাওয়াই ভাল।