ঠান্ডা পড়তে না পড়তেই লেপ-কাঁথা মুড়ি দিয়ে ঘরে থাকতে পছন্দ করেন বেশির ভাগ মানুষ। কিন্তু পাশাপাশি অনেকেই রয়েছেন যাঁদের আবার কম ঠান্ডায় মন ভরে না একেবারেই। অথচ অনেকেরই মনে করেন যে তুষারপাত উপভোগ করার জন্য দেশের বাইরে ব্যয়সাপেক্ষ ভ্রমণের কথা ভাবা ছাড়া গতি নেই। এই ধারণা আগাগোড়াই ভুল। শীতকালে দরজার বাইরে পা দিয়েই বরফের রাজ্যে হারিয়ে যেতে চান যাঁরা, তাঁদের জন্য রইল এই দেশেই কিছু মনোরম গন্তব্যের সন্ধান।