এক সময়ে বাঙালিরা দল বেঁধে বেড়াতে যেত। প্রথমে সপরিবার। পরে বাড়ে পারিবারিক বন্ধুদের সঙ্গে যাওয়ার চল। এখন সকলের কাজের ধরন আলাদা। দম্পতিও সব সময়ে একসঙ্গে ছুটি পান না। ফলে একা বেড়াতে যাওয়ার চল বেড়েছে। শুধু পুরুষ নয়, মহিলারাও আজকাল দিব্যি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন নিজেদের মতো করে। কিন্তু এ ক্ষেত্রে কিছুটা চিন্তা থেকেই যায় নিরাপত্তা নিয়ে।
পরের বার ভ্রমণে বেরোনোর আগে দেখে নিন দেশের কোন কোন শহরে গেলে তুলনায় নিরাপদ হবে একা মহিলার সফর।
১) হৃষিকেশ: দেশ-বিদেশের যে কোনও ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে উপরের দিকে রয়েছে এই স্থানের নাম। শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন এখানে। মার্চ থেকে নভেম্বরের মধ্যে গেলে বেশ মনোরম আবহাওয়াও মিলবে সেখানে।