বয়স ৫৫। বাড়িতে নাতি-নাতনি আছে। এই বয়সেও প্রেম করেন ‘হাঁটুর বয়সি’ পুরুষদের সঙ্গে। এমনকি তাঁর প্রেমিকের তালিকায় দুই যমজ ভাইও আছেন। সমাজমাধ্যমে তেমনটাই জানিয়ে হইচই ফেলে দিলেন এক নেটপ্রভাবী। ৫৫ বছর বয়সি ওই সুস্বাস্থ্যবিষয়ক নেটপ্রভাবীর নাম আন্দ্রেয়া সানশাইন। নিয়মিত জিমে যান তিনি। শরীরকে সুস্থ এবং ‘ফিট’ রাখতে পরামর্শ দেন সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা অনেক।
আরও পড়ুন:
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর অসমবয়সি প্রেমের বিষয়ে কথা বলেছেন আন্দ্রেয়া। জানিয়েছেন, ব্রাজ়িল ভ্রমণে গিয়ে যমজ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে তাঁর আলাপ এবং প্রেম করার কথাও। আন্দ্রেয়া বলেন, ‘‘ব্রাজ়িলে ছুটি কাটানোর সময়ে যমজ ভাইদের সঙ্গে আলাপ হয়। আমি তিন সপ্তাহ ধরে প্রতিটি রাত ওদের সঙ্গে কাটিয়েছিলাম।’’ নেটপ্রভাবী আরও জানিয়েছেন, যমজ ভাইদের সঙ্গে একসঙ্গে প্রেম করা নিয়ে প্রথমে খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু প্রতিটি মুহূর্তকে ‘উত্তেজনাপূর্ণ এবং অবিস্মরণীয়’ করে তুলতে দু’জনের সঙ্গেই সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। আন্দ্রেয়ার কথায়, “আমরা তিন জন গভীর কথাবার্তা বলেছিলাম। থেরাপির মতো লাগছিল।’’ আন্দ্রেয়ার সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে আন্দ্রেয়া আরও জানিয়েছেন, প্রেমের ক্ষেত্রে কোনও ছকে বাঁধা নিয়মে বিশ্বাস করেন না তিনি। ভয় ছাড়াই জীবনে বেঁচে থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি নেটপ্রভাবী দাবি করেছেন, প্রতি বছর ব্রাজ়িল ভ্রমণে যান তিনি। প্রেমেও পড়েন। এর মধ্যে কোনও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় আবার কোনও সম্পর্ক হয় ক্ষণস্থায়ী। এত সম্পর্কে জড়িয়ে পড়ে সমস্যায় পড়তে হয় না? আন্দ্রেয়ার কথায়, ‘‘আমি অনেক দিন ধরে বিবাহবিচ্ছিন্না। এটাই আমার জীবন। আমার পছন্দ এটাই।’’
আরও পড়ুন:
আন্দ্রেয়ার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বহু মানুষ দেখেছেন সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার নেটপ্রভাবীর সাহসী জীবনযাপনের প্রশংসা করেছেন।