আকাশ ছেয়ে গিয়েছে মেঘে। তারই নীচে সবুজ বিস্তৃত মাঠে চলছে গল্ফের প্রতিযোগিতা। আচমকাই সেখানে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গল্ফ খেলতে খেলতেই মাথায় বাজ পড়ে এক তরুণ প্রতিযোগীর। সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছ’দিন হাসপাতালে ভর্তি থাকার পর মারা যান ২৮ বছরের তরুণ গল্ফার। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে নিউ জার্সির হার্ডিস্টনের ব্যালিওয়েন গল্ফ ক্লাবে ৮ জুলাই একটি প্রতিযোগিতা চলছিল। সেখানে অংশ নিয়েছিলেন সাইমন জন মারিয়ানি নামের ওই তরুণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রতিযোগিতা চলাকালীন মেঘে ঢেকে যায় গল্ফ কোর্স। প্রবল ঝড় ওঠে। সেই সময় মাঠেই ছিলেন সাইমন-সহ বেশ কয়েক জন গল্ফার। তাঁদেরই এক জন ব্রায়ান ডেলিয়া। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বজ্রপাতের কিছু ক্ষণ আগে তিনি ঝড়ের মেঘের ছবি তুলছিলেন। সেই সময় তাঁর সামনেই ছিলেন সাইমন। হঠাৎ করেই বজ্রপাত হতে শুরু করে, তা দেখে তিনি ভিডিয়ো রেকর্ডিং শেষ করেন। সকলেই দ্রুত ক্লাবহাউসে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তখনই বজ্রাহত হন সাইমন। ক্লাবের সদস্যেরা তাঁকে সিপিআর দিয়ে প্রাথমিক চিকিৎসা করতে শুরু করেন। পরে ১৪ জুলাই হাসপাতালে মারা যান সাইমন।
A 28-year-old golfer from Franklin Lakes, NJ, has died after being struck by lightning at Ballyowen Golf Course. The strike happened on the 15th hole during a sudden storm. Despite CPR and being airlifted to a hospital, he passed away days later. pic.twitter.com/6CSzY0ZbeR
— The Kind Joe (@TheKindJoe) July 16, 2025
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে প্রকাশিত হওয়ার পর তা প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের মতে, প্রতিকূল আবহাওয়ায় খোলা মাঠে থাকার ঝুঁকি নিলে এই ভয়াবহ দুর্ঘটনা এড়াতে পারতেন সাইমন।