মন্দিরে চুরি করতে এসে ঘুমিয়েই পড়ল চোরবাবাজি। কালীমন্দিরে ডাকাতি করতে এসে নিজেকে আর সামলাতে পারেনি মদ্যপ চোর। চোরাই মাল নিয়ে পালিয়ে যাওয়ার আগে দু’চোখ জুড়ে নেমে আসে ঘুম। আর তাতেই ধরা পড়ে যায় সে। ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি এলাকার ঘটনা। বীর নামের এক তরুণ চুরির অভিযোগে ধরা পড়েছেন বলে জানা গিয়েছে। রাতে মন্দিরে চুরি করতে ঢুকেছিলেন তিনি। সকালে মন্দির খুলে পুরোহিত হতবাক হয়ে যান। গর্ভগৃহে তখন গভীর ঘুমে আচ্ছন্ন বীর। তার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেবতার অলঙ্কার, বাসনপত্র। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে, ১৪ জুলাই রাতে বীর বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করেন। মাতাল হয়ে তিনি মন্দিরের দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন। গর্ভগৃহে ঢুকে পুজোর বাসনপত্র, গয়না এমনকি দেবতার মুকুটও খুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন। চুরি করতে করতে নেশার চোটে তিনি আর চোখ খুলে রাখতে পারেননি। ভিডিয়োয় দেখা গিয়েছে রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও ঘুম ভাঙেনি ওই তরুণের। গর্ভগৃহের এক পাশে ঘুমোতে দেখা গিয়েছে তাঁকে। ১৫ জুলাই মন্দিরের পুরোহিত তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আরও পড়ুন:
পুলিশ এসে বীরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় বীর স্বীকার করেছেন যে, তিনি মন্দিরে চুরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কখন তিনি ঘুমিয়ে পড়েছেন তা নিজেও বুঝতেও পারেননি। ‘নাদিমরাইট্স’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ তা দেখেছেন। চুরি করতে এসে চোরের ঘুমিয়ে পড়া নিয়ে সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘এটি সাধারণ ঘটনা নয়। মন্দিরের দেবীই উচিত শিক্ষা দিয়েছেন।’’