Advertisement
E-Paper

মেলেনি হিরে বসানো লাবুবু পুতুল, রাগে আত্মীয়ের ৪৮ লক্ষের সম্পত্তি নষ্ট করল একরত্তি! ‘লক্ষ্মীছাড়া’ বলল নেটপাড়া

আত্মীয়ের বাড়ির লোভনীয় লাবুবু পুতুলের জন্য কান্নাকাটি, গড়াগড়ি নাবালকের। না পেয়ে আত্মীয়ের বাড়ির কাচের জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয় সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ০৭:৫৬
A boy allegedly damaged the ceiling and a luxurious chandelier worth 48 Lakh

ছবি: সংগৃহীত।

হিরে বসানো পতুল। আত্মীয়ের বাড়ি গিয়ে সেই লাবুবু পুতুল দেখে লোভ লেগেছিল নাবালকের। নাগাড়ে বায়না করেও সেই পুতুলের নাগাল পায়নি একরত্তি। পুতুলের জন্য প্রথমে কান্নাকাটি, পরে মাটিতে গড়াগড়ি। তাতেও কেউ কর্ণপাত করছে না দেখে রাগে প্লাস্টিকের রিমোট কন্ট্রোল দিয়ে কাচের আয়না ও ঝাড়বাতি ভেঙে চুরমার করে দিল নাবালক। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ৪৮ লক্ষ টাকার সম্পত্তির নষ্টের কথা জানিয়েছেন চিনা নেটপ্রভাবী। তাঁর বাড়িতেই সম্প্রতি বেড়াতে এসে রীতিমতো ‘তাণ্ডবলীলা’ চালিয়ে গিয়েছে তাঁর আত্মীয়ের গুণধর ছেলে। সিলিংয়ের কাচ ও স্ফটিকের তৈরি বহুমূল্য ঝাড়বাতি ভেঙে তছনছ করে দিয়েছে সে।

‘টেল ব্রাদার’ নামে পরিচিত ওই সমাজমাধ্যম প্রভাবী জানিয়েছেন যে, এক আত্মীয় ছোট ছেলেকে নিয়ে তাঁর বাড়িতে এসেছিলেন। বাড়িটি ঘুরে দেখার সময় দামি গয়না এবং হিরে দিয়ে সজ্জিত লাবুবু পুতুলের দিকে নজর পড়ে ছোট ছেলেটির। তার পর ছেলেটি সেই পুতুলটি নিয়ে যাওয়ার বায়না জুড়ে দেয়। দাবি মেনে না নেওয়ায় রাগের বশে রিমোট যন্ত্রটি ছুড়ে মারে সিলিংয়ের দিকে। ভেঙে চুরমার হয়ে যায় কাচের সিলিং। সেটি তৈরি করতে ১২ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে জানান ওই সমাজমাধ্যম প্রভাবী। এর পর সে ইতালীয় বিলাসবহুল স্ফটিকের ঝাড়বাতিটিও ভেঙে ফেলে। সেটির মূল্য ৩৬ লক্ষের বেশি।

তিনি এ-ও জানান, ছেলেটির বাবা-মা তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। এবং ঘটনাটি সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। তাই দু’টি কিস্তিতে ২০ হাজার ইউয়ান বা প্রায় ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওই নেটপ্রভাবীকে। তাঁর এই ঘটনা শুনে নানা প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘বাবা-মায়ের উচিত ছিল তাকে শান্ত করা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অবাধ্য, অলক্ষ্মী সন্তান হলে বাবা-মাকেই তার খেসারত দিতে হয়।’’

Labubu Doll China Influencer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy