রাস্তার ধারে শান্তশিষ্ট হয়ে চুপ করে বসে রয়েছে একটি চিতাবাঘ। আর তাকে ঘিরে জড়ো হয়েছেন এক দল গ্রামবাসী। চিতাবাঘকে ঘিরে চলছে রাখিবন্ধন অনুষ্ঠান! হিংস্র পশুর দিকে এগিয়ে এসে তার ‘হাতে’ রাখি পরিয়ে দিলেন এক মহিলা। এই অনুষ্ঠানটি পালনের মধ্যে দিয়ে বন্যপ্রাণকে রক্ষা করার বার্তা দিয়েছেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের একটি গ্রামে। চিতাবাঘের হাতে রাখি পরানোর সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা দেখে হইচই পড়েছে নেটমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঠের ধারে বসে আছে চিতাবাঘটি। তার সামনে ঝুঁকে পড়ে সাবধানে তার থাবা ধরে রাখি বেঁধে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছেন গ্রামেরই এক বধূ। এই ঘটনাটি দেখার জন্য গ্রামের বাসিন্দারাও ভিড় করেছেন। আশ্চর্যের বিষয় হল, চিতাবাঘটির এত কিছুর মধ্যেও শান্ত ভাবে বসে রয়েছে। আক্রমণ করার বা বাধা দেওয়ার কোনও অভিপ্রায় দেখা যায়নি হিংস্র পশুটির মধ্যে। গ্রামবাসীদের দাবি, গত কয়েক দিন ধরেই চিতাবাঘটি গ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ায়। সে মানুষকে ভয় পায় না। বহু বার তাকে নির্ভয়ে গ্রামের মধ্যে ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডলে ‘জেমসঅফইন্ডিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নজরে পড়েছে নেটাগরিক ও বন্যপ্রাণ সংরক্ষণকারীদের। নেটমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে অনেকেই গৃহবধূর সাহসের প্রশংসা করেছেন। নেটাগরিকদের একাংশ চিতাবাঘটিকে শান্ত ভাবে বসে থাকতে দেখে প্রাণীটির শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জিজ্ঞাসা করছেন ‘‘চিতাবাঘটি কি মাদকাসক্ত, না কি অসুস্থ?’’ বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দৃশ্যটি আবেগঘন বলে মনে হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিতাবাঘের মতো বন্যপ্রাণীদের আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত। যে কোনও সময় আক্রমণ করতে পারে এরা।