রাতের দিকে বাড়ির সামনের ফাঁকা জায়গায় হাঁটতে বেরিয়েছিলেন এক প্রৌঢ়। কিন্তু গেট দিয়ে বেরোতে গিয়ে এমন এক জনের দেখা পেলেন, যাকে দেখেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগার সেই প্রৌঢ়ের। বিশাল এক সিংহ টহল দিতে বেরিয়েছে রাতের শহরে। বাড়ির চৌহদ্দির ঠিক বাইরেই সিংহটি হেঁটে আসছিল। সিংহ দেখে প্রাণভয়ে উল্টো দিকে চম্পট দেন প্রৌঢ়। বন্য পশুকে মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যপার। কিন্তু মানুষ দেখে সিংহটি যা করল তা অবিশ্বাস্য। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা উঠোন পেরিয়ে প্রৌঢ় হেঁটে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সময়ই তাঁর সমান্তরাল ভাবে রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে আসছে বনের রাজা। বাড়ির ভিতর থেকে প্রৌঢ়ের নজরে পড়েনি সিংহটি। লোহার রেলিং ঘেরা অংশের পাশের ফাঁকা জায়গা দিয়ে বেরোতেই তিনি হিংস্র পশুটিকে দেখতে পান। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি দৌড়ে বাড়ির ভিতরে চলে আসেন। প্রৌঢ়ের মুখোমুখি হয়ে পশুরাজও চমকে গিয়ে ভয়ে পেয়ে উল্টো দিকে পিঠটান দেয়। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।
‘নিখিলসাইনি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি হচ্ছেন নেটাগরিকেরা। পশুরাজের এ-হেন দুরবস্থা দেখে মজা পেয়েছেন অনেকেই। হাজার হোক বনের রাজা বলে কথা। তার দাপটে থরহরিকম্প অবস্থা হয় অন্য পশুদের। সেখানে মানুষ দেখে সিংহকে লেজ গুটিয়ে চম্পট দিতে দেখে মজার মজার মন্তব্য করেছেন অনেকেই। এক জন লিখেছেন, ‘‘যাক, তা হলে পশুরাজ সিংহও মানুষ দেখে ভয় পাচ্ছে।’’ অন্য এক জন লিখেছেন ‘‘বনের সিংহ না বাড়ির পোষা বেড়াল!’’