বিয়ের অনুষ্ঠান ভবনটি শীতাতপ নিয়ন্ত্রিত নয়। রাগে তাই বিয়েই বাতিল করলেন গলদঘর্ম কনে। বরের পরিবার এমন একটি জায়গায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের কোনও ব্যবস্থা ছিল না। সেই নিয়ে বিয়ের আসরে বেধে যায় তীব্র অশান্তি। সামান্য ঘটনা নিয়ে প্রথমে শুরু হয় তর্কাতর্কি। এর পর কনের পরিবার বরপক্ষের বিরুদ্ধে যৌতুক নেওয়ার অভিযোগ এনে পুলিশে নালিশ করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। শনিবার রাতে শামশাবাদ শহরে বসেছিল বিয়ের আসর। অনুষ্ঠানস্থলে তীব্র গরম ও হাওয়া-বাতাসের অভাবে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার অভিযোগ এনে কনে বিয়ে ভেঙে দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে করতে এসে এসি না থাকার বিষয়টি মেনে নিতে পারেননি কনে। বরপক্ষকে অনুষ্ঠানস্থলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে বলেন তরুণী। এই নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, কনে মণ্ডপ ছেড়ে চলে যান। বিয়ে বাতিল করে দেন তিনি। পরে তিনি জানান, এই ধরনের পরিস্থিতিতে বিয়ে করলে সেটি তাঁর পক্ষে অসম্মানের হবে। কনে ও তাঁর পরিবারের সঙ্গে বরের আত্মীয়েরা যে ব্যবহার করেছেন তাতে ভবিষ্যতে তাঁর জীবন নরকে পরিণত হবে বলেও দাবি করেন পাত্রী।
পাত্রীপক্ষের অভিযোগ পেয়ে বিয়ের আসরে উপস্থিত হয় পুলিশ। স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, তাঁরা বিয়ে সম্পন্ন করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। কিন্তু কনে জেদে অটল ছিলেন। তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। কনের পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, আলাপ-আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়েছিল। কনের পরিবার পাত্রপক্ষের হাতে বিয়ের খরচ পর্যন্ত তুলে দেন বলে জানান আত্মীয়। টাকা দেওয়ার পর দিন পাত্রী ও তাঁর পরিবার অনুষ্ঠানস্থল ছেড়ে ফিরে যান।