ভারতীয় বিয়ে মানেই জাঁকজমক অনুষ্ঠান। কোনও কোনও পরিবারে বিয়ের অনুষ্ঠান চলে বেশ কয়েক দিন ধরে। চোখধাঁধানো সাজসজ্জা, কয়েকশো বরযাত্রীকে শোভাযাত্রা নিয়ে বিয়ে করতে যাওয়া এ সবই ভারতীয় বিয়ের ঐতিহ্য বলে ধরা হয়। বিয়ের ক্ষেত্রে আরও একটি জিনিস নজরকাড়া হয়, সেটি হল বরমালা। আর সে বরমালা যদি হয় কড়কড়ে ৫০০ টাকার নোটের তৈরি! লম্বায় কয়েকশো ফুট সেই মালা পরে বর যাচ্ছেন বিয়ে করতে। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বরের গলার মালা দেখে চমকে উঠেছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ৫০০ টাকার নোট দিয়ে তৈরি একটি বিশাল লম্বা মালা পরানো হয়েছে বরবেশী এক তরুণকে। এই মালাটির দাম ১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়। বরমালাটি এত লম্বা যে এটি ছাদ থেকে রাস্তা পর্যন্ত বিস্তৃত এবং সেটি ধরার জন্য কয়েক জনের সাহায্য নিতে হয়েছে। বরের গলার মালাটি কনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে না কি বরের পক্ষ থেকে কেনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর তা নেটাগরিকদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
‘৪এম-আমির’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ৮ দিন আগে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় এক কোটি বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ মন্তব্য করেছেন। কেউ কেউ ভিডিয়োয় দাবি করা মূল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নেটাগরিকদের একাংশের মতে মালার মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা। অনেকে আবার এই ধরনের বাহুল্যের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘এত সম্পদ সৎ ভাবে উপার্জন করা যায় না।’’