Advertisement
E-Paper

হাজার পুরুষকে শয্যাসঙ্গী করে রেকর্ড, এক দিনে ২০০০ পুরুষকে সঙ্গমের আহ্বান পর্ন তারকার! ভিডিয়ো ঘিরে হইচই

১৫ জুন কাচের বাক্সে নিজেকে বন্দি করে রাখবেন দুষ্টু ছবির এই নায়িকা। এমন দাবি তুলে হইচই বাধিয়ে ফেলেছেন তিনি। জনসমক্ষেই ২০০০ পুরুষের সঙ্গে মিলনে ইচ্ছুক বনি। Post Copy: card নতুন চ্যালেঞ্জ নিলেন দুষ্টু ভিডিয়োর তারকা

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৭:৫৭
Bonnie Blue

ছবি: সংগৃহীত।

হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করার চ্যালেঞ্জ সফল ভাবে পূরণ করেছিলেন দুষ্টু তারকা বনি ব্লু। মাত্র ১২ ঘণ্টায় ১,০৫৭ জন পুরুষের সঙ্গে সঙ্গম করার কৃতিত্বের অধিকারী হয়েছিলেন তিনি। ব্রিটেনের বাসিন্দা এই প্রাপ্তবয়স্ক বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) নিজের সেই চ্যালেঞ্জকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। ১০০০ পুরুষের সঙ্গে সঙ্গমের পর এ বার ২০০০ পুরুষকে শয্যাসঙ্গী করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এই ঘোষণায় রয়েছে আরও চমক। প্রকাশ্যেই হাজার হাজার পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চান তিনি। ২৯ মে একটি ভিডিয়োবার্তায় এই কথাই ঘোষণা করেছেন তিনি। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দুষ্টু ছবির দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

ইনস্টাগ্রামের একটি ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, আগামী ১৫ জুন কাচের বাক্সে নিজেকে বন্দি করে রাখবেন দুষ্টু ছবির এই নায়িকা। এমন দাবি তুলে হইচই বাধিয়ে ফেলেছেন তিনি। জনসমক্ষেই পুরুষদের সঙ্গে মিলনে ইচ্ছুক বনি। পুরুষদের প্রতি তাঁর সাহসী আহ্বান, ‘‘আপনি চাইলে আমার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারেন। তা না চাইলে কেবল ঘুরে বেড়াতে এবং অনুষ্ঠানটি দেখতে পারেন, উপভোগ করতে পারেন।’’ এই ‘অনুষ্ঠান’টি চলবে গোটা একটা দিন, অর্থাৎ ২৪ ঘণ্টা জুড়ে। গত বারের চেয়ে দ্বিগুণ পুরুষের সঙ্গে এক দিনে সঙ্গমে লিপ্ত হতে চান দুষ্টু ভিডিয়োর এই তারকা। বনির মতোই ২৪ ঘণ্টার মধ্যে হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করে নজির গড়তে চেয়ে হইচই ফেলেছিলেন ব্রিটেনের ‘অনলি ফ্যানস’ তারকা লিলি ফিলিপস।

প্রাপ্তবয়স্কদের ভিডিয়োর তারকার এই নতুন রেকর্ডটি বিতর্কের জন্ম দিয়েছে। বনি জানিয়েছেন, দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত তিনি। সমালোচকেরা তাঁর ২০০০ পুরুষের সঙ্গে সঙ্গমের পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেছেন। এই ধরনের কার্যকলাপের ফলে ভয়ঙ্কর শারীরিক ক্ষতি হতে পারে বলে মনে করছেন তাঁরা। এর আগেও ১২ ঘণ্টায় ১০৫৭ জন পুরুষকে শয্যাসঙ্গী করে রেকর্ড ভেঙেছেন তিনি। এর পর তাঁকে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয় বলে সে সময় জানিয়েছিলেন বনি।

Bonnie OnlyFans Star London Sexual Relation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy