সদ্য জন্ম দিয়েছে সন্তানের। উন্মুক্ত জমিতে সন্তান জন্ম দেওয়ার পরই সেখান জুটেছে হিংস্র শ্বাপদ। অসহায় শাবককে তুলে নিয়ে যেতে পারলেই শিকারিদের ভরবে পেট। সহজ শিকারের আশায় সদ্যোজাত শাবককে তুলে নিতে ঘেরাও করেছে একপাল সিংহী। তাদের থাবা থেকে বাঁচাতে প্রাণপণ লড়াই করে চলেছে মা মহিষটি। সেই যুদ্ধেরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য স্পষ্ট করে বোঝা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘ব্রুটাল নেচার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া একটি মহিষ শাবককে মায়ের কোল থেকে ছিনিয়ে নিতে চারদিক থেকে আক্রমণ করছে একদল সিংহী। প্রথমে স্ত্রী মহিষটিকে এড়িয়ে তার সন্তানকে টেনে নেওয়ার চেষ্টা করে বনের রানিরা। বার বার শিং দিয়ে গুঁতিয়ে শিকারিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে জন্তুটি। ফাঁকতালে বেশ কয়েক বার সিংহীদের থাবার কবলে পড়ে শাবকটি। একটি সিংহী সন্তানকে কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রবল বাধা দেয় মা মহিষটি। সেই বাধার সামনে পড়ে প্রথমে পিছু হটে সিংহীরা।
সন্তান জন্ম দেওয়ার ধকলের ফলে বেশি ক্ষণ প্রতিরোধ টিকিয়ে রাখতে পারেনি মহিষটি। একদল সিংহী শাবকটিকে নিয়ে পালানোর পরই তিন সিংহী জোট বেঁধে আক্রমণ করে মা মহিষটিকে। ঘাড়ে উঠে টুঁটি কামড়ে মাটিতে ফেলে দেয় মহিষটিকে। ভিডিয়োটি ৬ জানুয়ারি পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ১ লক্ষেরও বেশি মানুষ এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।