ধারের টাকায় লটারি কিনে কোটিপতি হয়ে গেলেন রাজস্থানের এক বাসিন্দা। জয়পুর জেলার কোটপুতলি গ্রামের বাসিন্দা ভাগ্য রাতারাতিই বদলে যায় লটারি কেটে। আর্থিক সঙ্গতি না থাকায় বন্ধুর থেকে ধার করে ভিন্ রাজ্যের একটি লটারির টিকিট কেনেন এই যুবক। ফল প্রকাশের পরে দেখা গেল সেই টিকিটে কয়েক কোটি টাকা জিতে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, অমিত সেহরা নামের এক তরুণ রাজস্থানের একটি অখ্যাত গ্রামের বাসিন্দা। সংসার চালানোর মতো আর্থিক সংস্থান করে উঠতে পারছিলেন না তিনি। লটারির জ্যাকপটটি পাওয়ার পর তাঁর জীবন নাটকীয় ভাবে পরিবর্তিত হয়ে যায়। অমিত সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি পঞ্জাবের মোগায় এক বন্ধুর সঙ্গে বেড়াতে এসেছিলেন। ভাটিন্ডা থেকে লটারির টিকিট কেনেন। দু’টি টিকিটের দাম ছিল ১০০০ টাকা। সেই টাকা দেওয়ার সামর্থ্য ছিল না অমিতের। বন্ধুর থেকে টাকা নিয়ে লটারি কেনেন তিনি। একটি তাঁর এবং একটি স্ত্রীর জন্য। স্ত্রীর জন্য কেনা টিকিটে ১১ কোটি টাকার পুরস্কার জিতেছেন অমিত।
আরও পড়ুন:
কয়েক ঘণ্টার মধ্যে কয়েক কোটি টাকার মালিক হওয়ার পঞ্জাব সরকার ও লটারি এজেন্সিকে ধন্যবাদ জানিয়েছেন অমিত। লটারি এজেন্সির এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে অমিতই পুরস্কার জিতেছেন। তিনি টাকা তোলার জন্য প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। লটারি জিতে অমিত প্রথমেই পরিবারের একটি মাথা গোঁজার ঠাইয়ের বন্দোবস্ত করবেন বলে জানিয়েছেন। তার পর সন্তানের শিক্ষার জন্য সেই টাকার কিছু অংশ ব্যয় করবেন। পুরস্কার জিতে বন্ধুকে ভুলে যাননি অমিত। যে বন্ধুটির থেকে লটারি কেনার টাকা ধার নিয়েছিলেন তাঁর দুই মেয়ের জন্য ৫০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা দিতে মনস্থ করেছেন তিনি। অমিত বলেন, ‘‘আমি আমার মাকে হারিয়েছি, তাই আমি মেয়েদের কষ্ট বুঝতে পারি। তাই আমি আমার বন্ধুর মেয়েদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে দান করব।’’